TRENDING:

হিমাচলে বিশ্বের উচ্চতম বুথ, ভোট দিলেন ৫২ জনের মধ্যে ৫১ জনই

Last Updated:

Himachal Pradesh Elections 2022: দুপুর  ৩টে পর্যন্ত হিমাচল প্রদেশে ভোট পড়েছে ৫৫.৬৫ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হিমাচল প্রদেশ: দুপুর  ৩টে পর্যন্ত হিমাচল প্রদেশে ভোট পড়েছে ৫৫.৬৫ শতাংশ। মোট ৬৮টি বিধানসভা আসনে ভোট চলছে হিমাচল প্রদেশে। সকাল থেকেই বুথগুলির সামনে লম্বা লাইনের ছবি সামনে এসেছে। জানা গিয়েছে, এবার মোট ৭,৮৮৪টি পোলিং স্টেশন স্থাপন করা হয়েছে হিমাচল প্রদেশে।
হিমাচল প্রদেশে ভোট গ্রহণ৷ Photo-ANI
হিমাচল প্রদেশে ভোট গ্রহণ৷ Photo-ANI
advertisement

তবে সকলের হিমাচল প্রদেশে ভোটে নজর ছিল তাশিগাং এলাকার পোলিং বুথটির উপর। ১৫,২৫৬ ফুট উচ্চতায় এই পোলিং বুথটি তৈরি করা হয়েছে। বলা হচ্ছে যে, এটিই বিশ্বের সবচেয়ে উচ্চতম পোলিং স্টেশন। এই বুথে মোট ভোটার সংখ্যা ৫২ জন। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই পোলিং বুথে ভোট দিয়েছেন ৫১ জন ভোটার। অর্থাৎ ১ জন বাদ দিয়ে বাকি সবাই এখনও পর্যন্ত এই পোলিং বুথে ভোট দিয়েছেন।

advertisement

আরও পড়ুন, ছাত্রপিছু থাকত মোটা টাকার টার্গেট, জ্যাম করা হত সার্ভার! মনে করছে ইডি

৫ বছর পর পর সরকার বদলে যাওয়ার ছবিই এতোদিন দেখা গিয়েছে হিমাচল প্রদেশে। কিন্তু সেই ধারা এবার ভেঙে দিতে চায় বিজেপি। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে জোরদার প্রচার চালিয়েছে পদ্ম শিবির। টিকিট না পেয়ে অনেক বিজেপি নেতা বিক্ষুব্ধ হয়ে লড়ছেন। লড়াইয়ে কংগ্রেসের পাশাপাশি এবার রয়েছে আম আদমি পার্টিও।

advertisement

আরও পড়ুন, 'কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়,' বিরোধীদের কটাক্ষ মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৪১২ জন প্রার্থীর মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং। ভোটের ফল এবার কোন পক্ষের মুখে হাসি ফোটায়, তার জন্য অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
হিমাচলে বিশ্বের উচ্চতম বুথ, ভোট দিলেন ৫২ জনের মধ্যে ৫১ জনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল