'কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়,' বিরোধীদের কটাক্ষ মোদির
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
PM Modi: তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
#তেলেঙ্গানা: প্রতিদিন ২-৩ কিলো গালি খাই। এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়। তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ গালি দেওয়া ছাড়া ওদের আর কিছু বাকি নেই।
বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী এদিন বলেন, "কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া আর কিছুই দেওয়ার মতো বাকি নেই। আমি শেষ ২২ থেকে ২০ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক, কিন্তু তার পরের দিন শেষে পদ্মই খেলা খেলবে।"
advertisement
advertisement
কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদি বলেন, "এই গালি শুনে কেউ বিরক্ত হবেন না। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সবসময় সেবামূলক হওয়া উচিত। তেলেঙ্গানায় যাঁরা সরকারে আছেন, তাঁদের লক্ষ্য শুধু মোদিকে গালি দেওয়ার দিকেই।"
advertisement
সভায় মোদি বলেন, "কেউ কেউ আমাকে বলেন, আপনি থামেন না? আমি তাঁদের বুঝিয়েছি, আমি রোজ ২ কিলো, ৩কিলো গালি খাই। ঈশ্বর আমাকে এমন আর্শীবাদ দিয়েছেন যে এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিুণত হয়ে যায়। এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2022 4:11 PM IST