'কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়,' বিরোধীদের কটাক্ষ মোদির

Last Updated:

PM Modi: তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

#তেলেঙ্গানা: প্রতিদিন ২-৩ কিলো গালি খাই। এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিণত হয়। তেলেঙ্গানায় দলীয় সভা থেকে বিরোধীদের এভাবেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, আপনারা বিভ্রান্ত হবেন না। কারণ গালি দেওয়া ছাড়া ওদের আর কিছু বাকি নেই।
বিরোধীদের তোপ দেগে প্রধানমন্ত্রী এদিন বলেন,  "কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়। পুরো ডিকশনারি মোদিকে গালি দিতে দিতে ব্যবহার করে ফেলেছে। আমি আপনাদের বলছি, এমন কথায় আপনারা বিরক্ত হবেন না। কারণ, ওদের গালি দেওয়া ছাড়া আর কিছুই দেওয়ার মতো বাকি নেই। আমি শেষ ২২ থেকে ২০ বছর ধরে বিভিন্ন ধরনের গালি খাচ্ছি। সন্ধ্যায় ওরা গালি নিয়ে মজা করুক, কিন্তু তার পরের দিন শেষে পদ্মই খেলা খেলবে।"
advertisement
advertisement
কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদি বলেন,  "এই গালি শুনে কেউ বিরক্ত হবেন না। সবাই বুক ফুলিয়ে চলুন। রাজনীতিতে আমাদের লক্ষ্য সবসময় সেবামূলক হওয়া উচিত। তেলেঙ্গানায় যাঁরা সরকারে আছেন, তাঁদের লক্ষ্য শুধু মোদিকে গালি দেওয়ার দিকেই।"
advertisement
সভায় মোদি বলেন,  "কেউ কেউ আমাকে বলেন, আপনি থামেন না? আমি তাঁদের বুঝিয়েছি, আমি রোজ ২ কিলো, ৩কিলো গালি খাই। ঈশ্বর আমাকে এমন আর্শীবাদ দিয়েছেন যে এই গালি আমার শরীরে গিয়ে পুষ্টিতে পরিুণত হয়ে যায়।  এই পুষ্টিই জনতার সেবায় কাজে লাগাই।"
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'কিছু লোক হতাশায় রাত-দিন মোদিকে গালি দেয়,' বিরোধীদের কটাক্ষ মোদির
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement