লোকসভা ভোটের আগে গুজরাত আপাতত পাখির চোখ ছিল বিজেপি, কংগ্রেস, আপের মতো দলগুলির কাছে। চলতি মাসের ১ এবং ৫ ডিসেম্বর গুজরাতে দুই দফায় ভোটগ্রহণ হয়। হিমাচলপ্রদেশে ভোটগ্রহণ হয় তারও আগে ১২ নভম্বর। নির্বাচনী নির্ঘণ্ট নিয়ে যদিও শুরু থেকেই বিবাদ ছিল। একসঙ্গে ফলঘোষণা হলেও, ভোটগ্রহণ কেন একসঙ্গে হল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা।
advertisement
আরও পড়ুন: ২৪-এর সেমিফাইনাল, গুজরাতে মর্যাদার লড়াই, হিমাচলও পাখির চোখ বিজেপির!
বুথ ফেরত বিভিন্ন সমীক্ষার আগাম দাবি অনুযায়ী, সরকার গঠন বিজেপির সময়ের অপেক্ষা। এবিপি-সি ভোটার সমীক্ষায় বলা হয়েছিল, বিজেপি ১২৮-১৪০টি আসন পেতে পারে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১৩১-১৫১টি আসন। টুডে’জ চাণক্যর বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এ বার বিজেপির আসন সংখ্যা হতে পারে ১৫০টি। উল্লেখ্য, বুথফেরত সমীক্ষার ফল সব সময় যে মেলে, তা নয়। কিন্তু এর বৈজ্ঞানিক ভিত্তি থাকায়, এই ধরনের সমীক্ষাকে অস্বীকার করাও যায় না বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: হিমাচল প্রদেশের নির্বাচনের ফলাফল কী হতে পারে? দেখুন লাইভ আপডেট
শুরুতেই যে চিত্র সামনে আসছে, তাতে বুথ ফেরত সমীক্ষা এবার ফের মিলে যেতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।