ইস্তেহারে কংগ্রেস জানিয়েছে, গুজরাতিদের জন্য ১০ লাখ চাকরির কর্মসংস্থান করা হবে। এর পাশাপাশি সরকারি চাকরিতে মহিলাদেরও জন্য ৫০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করা হয়েছে। বিধবা এবং বয়স্ক মহিলাদের জন্য মাসে ২ হাজার টাকার ভাতা দেওয়ারও ঘোষণা করেছে কংগ্রেস শিবির। সেই সঙ্গে মহিলা পড়ুয়াদের স্নাতকোত্তর স্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।
এর পাশাপাশি গোটা রাজ্যে ৩ হাজার ইংরেজি মাধ্যম স্কুল খোলা হবে বলে ঘোষণা করেছে কংগ্রেস। সেই সঙ্গে ৩ লাখ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব এবং বেকার যুবকদের জন্য মাসে ৩ হাজার টাকা দেওয়ারও ইস্তেহারে ঘোষণা করেছে কংগ্রেস। চিকিৎসার বিষয়ে নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ ঘোষণা করেছে কংগ্রেস শিবির। ১০ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং কোভিড ক্ষতিপূরণ হিসাবে ৪ লাখ পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন, সিজিও কমপ্লেক্সে নতুন বিপদ, আতঙ্কে সিবিআই! চিঠি গেল পুরনিগমের কাছে
ইস্তেহার প্রকাশের সময়ে কংগ্রেস জানিয়েছে, দীর্ঘদিন ধরে গুজরাতে বিজেপি সরকারের আমলে ব্যাপক মাত্রায় দুর্নীতি হয়েছে। কংগ্রেস ক্ষমতায় এলে প্রত্যেক দুর্নীতির তদন্ত হবে। এর পাশাপাশি দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে কংগ্রেস শিবির।
আরও পড়ুন, ১৮ লাইনের চিঠি মমতার, 'খেলা' ঘোরাতে বড় 'অস্ত্র' তৃণমূলের হাতে!
১৮২ আসনের গুজরাত বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। ডিসেম্বরের ১ এবং ৫ তারিখ হবে ভোটগ্রহণ পর্ব। ফলাফল প্রকাশ হবে ৮ ডিসেম্বর। এবারের গুজরাত বিধানসভা নির্বাচনে নজর রয়েছে সব পক্ষের। জেতার রেকর্ড ধরে রাখতে চায় বিজেপি। অন্যদিকে কংগ্রেসের পাশাপাশি গুজরাত বিধানসভায় লড়াইয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও।