advertisement
প্রসঙ্গত, গুজরাতের বিধানসভা নির্বাচনের আগে সোমবার নিউজ ১৮ এ বিশেষ সাক্ষাৎকার দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেটওয়ার্ক ১৮ গ্রুপের এমডি এবং গ্রুপ এডিটর ইন চিফ রাহুল জোশীর সঙ্গে সাক্ষাৎকারে বিধানসভা নির্বাচনের জন্য় একাধিক বিষয়ে কথা বলেন শাহ। তিনি জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে গুজরাতে ফের বিজেপিই জিতবে। আর বিজেপি জিতলে মুখ্য়মন্ত্রী হবেন ভূপেন্দ্রভাই প্য়াটেলই। সেই সঙ্গে শাহ দাবি করেন, আমরা এতো বছর জিতেছি কারণ জনগণের আর্শীবাদ আমাদের উপর রয়েছে। আপের প্রভাব সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গুজরাতের মানুষ কখনই তৃতীয় দলের চিন্তাধারা গ্রহণ করেননি।
আরও পড়ুন, 'এসএসসিতে ভুয়ো নিয়োগ কত?' সিবিআই-এর কাছে জানতে চাইল হাইকোর্ট
১৮২ আসনের গুজরাত বিধানসভা আসনের ভোটগ্রহণ শুরু হবে ডিসেম্বর মাসে। ১ এবং ৫ তারিখ মোট দু দফায় হবে নির্বাচন পর্ব। ভোটের ফলপ্রকাশ ৮ তারিখ। বিজেপি এবারও ২৭ বছরের জয়ের রেকর্ড ধরে রাখতে চায়। অন্য়দিকে নিজেদের ইস্তেহারেও একগুচ্ছে ঘোষণা করেছে কংগ্রেস। নভেম্বরের ২২ তারিখ গুজরাতে নির্বাচনী প্রচারে আসছেন রাহুল গান্ধি। পাশাপাশি গুজরাত বিধানসভা নির্বাচনে এবার নজর রয়েছে আপের।