গুজরাত বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা
টিভি নাইন এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন।
জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭টি থেকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৪-৫১টি আসন। আপের হাতে আসতে পারে ৬-১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন। P-MARQ- এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ টি আসন।
advertisement
হিমাচল প্রদেশের নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা
হিমাচলে ত্রিশঙ্কু অবস্থার দিকে ইঙ্গিত দিচ্ছে নিউজ এক্স এবং পি মার্কের বুথ ফেরত সমীক্ষা। নিউজ এক্সের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, হিমাচলে বিজেপি পেতে চলছে ৩২ থেকে ৪০টি আসন। ২৭ থেকে ৩৪ টি পেতে পারে কংগ্রেস। অন্যদিকে, পি মার্ক বলছে বিজেপির ঝুলিতে আসবে ৩৪ থেকে ৩৯ টি আসন। কংগ্রেসের আসন ঘোরাফেরা করবে ২৭ থেকে ৩৩ এর মধ্যে। তবে এর মধ্যেও অনেকেই মনে করছে হিমাচলে ক্ষমতা ধরে রাখতে চলেছে বিজেপি।
আরও পড়ুন, হিমাচল প্রদেশে ত্রিশঙ্কুর ইঙ্গিত, প্রভাব ফেলতে পারল না আপ
অন্যদিকে, এই সমস্ত অন্যান্য এক্সিট পোলে রিপোর্টের সম্পূর্ণ বিপরীতে গিয়ে হিমাচলে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে ইন্ডিয়া টু ডে- মাই অ্যাক্সিসের বুথ ফেরত সমীক্ষা। এই রিপোর্ট অনুযায়ী, ৪৪ শতাংশ ভোট শেয়ার পাচ্ছে কংগ্রেস।
আরও পড়ুন, রেকর্ড আসন নিয়ে গুজরাতে ক্ষমতায় আসছে বিজেপি, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
জি সার্ভে, জন কী বাত সমীক্ষার রিপোর্টে দেখা যাচ্ছে, ৬৮ আসনের বিধানসভায় ৩০ আসন জিততে পারে মোদি-শাহের বিজেপি। জি-র সমীক্ষা অনুযায়ী, ৩৫-৪০টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। জন কী বাতের সমীক্ষা অনুযায়ী, ৩২ থেকে ৪০ আসনের মধ্যে থাকবে এই সংখ্যা।