এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, এই টাকা বিজেপি নিয়ে এসেছিল ভোটারদের প্রভাবিত করার জন্য এবং তৃণমূল কর্মী সমর্থকদের টাকা দিয়ে কেনার জন্য।
আরও পড়ুন: ফের নজরে সন্দেশখালি! রেখা পাত্রকে ভোট দিতে বাধা তৃণমূল এজেন্টের? বড় অভিযোগ বিজেপির
কিন্তু পুলিশ তা ব্যর্থ করে দিয়েছে। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির অবজারভার ডক্টর অর্চনা মজুমদার বলেন, এত টাকা বিজেপির নেই, আর জাল নোটের তো কোনও প্রশ্নই ওঠে না, এসব তৃণমূলের চক্রান্ত। নিজেদের পিঠ বাঁচাতে এখন বিজেপির নামে দোষ দিচ্ছে।
advertisement
এদিকে, বসিরহাট লোকসভার সন্দেশখালি খুলনা অঞ্চলের দক্ষিণ খুলনার ১৭৭ নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী তথা এলাকার তৃণমূলের কর্মী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মারধরের অভিযোগ অস্বীকার করে বিজেপি।