TRENDING:

Exclusive DD News New Logo: ডিডি নিউজের লোগোর রংবদল শুরুর ইঙ্গিত, মোদি 3.0 সরকারের আরও বড় পরিকল্পনা প্রস্তুত: এক্সক্লুসিভ

Last Updated:

Exclusive DD News New Logo: দূরদর্শনের হিন্দি চ্যানেলের লোগোর রংবদল নিয়ে দেশজুড়ে শোরগোল। রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলের লোগোর রংবদল নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত রাজনৈতিক তরজা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভোটের মুখে রংবদল ডিডি নিউজের। দূরদর্শনের হিন্দি চ্যানেলের লোগোর রংবদল নিয়ে দেশজুড়ে শোরগোল। রাষ্ট্রায়ত্ত প্রচারমাধ্যম দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলের লোগোর রংবদল নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত রাজনৈতিক তরজা। সূত্রের খবর, দূরদর্শনের ‘গৈরিকীকরণ’ সবেমাত্র শুরু। মোদি 3.0 সরকারের আরও বড় পরিকল্পনা প্রস্তুত রয়েছে।
নরেন্দ্র মোদি ও ডিডি নিউজ লোগো (ফাইল ছবি)
নরেন্দ্র মোদি ও ডিডি নিউজ লোগো (ফাইল ছবি)
advertisement

নিউজ ১৮-কে একাধিক সূত্র দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) ও প্রসার ভারতীর বড় পরিবর্তন হবে যদি নরেন্দ্র মোদির সরকার তৃতীয়বার ক্ষমতায় আসে। ডিডি ইন্ডিয়া, প্রসার ভারতীকে আন্তর্জাতিক মানের খবরের চ্যানেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভারত নমন পোর্টাল তৈরি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কাজে লাগিয়ে হবে এই উত্তোরণ।

advertisement

আরও পড়ুন: পানাগড় ৪৫.১, তীব্র গরমে ঘেমে স্নান কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! উত্তরেও থাবা তাপপ্রবাহের? বৃষ্টির খবর দিল হাওয়া অফিস

‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট’-এর ঘোষণা ও ‘ফেক নিউজ’-কে বাধা দিতে ‘পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট’ গড়ে তোলা হবে। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-এ স্নাতকোত্তর চালুরও ভাবনা রয়েছে এ বিষয়ে। মোদি 3.0-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় ১০০ দিন ও পাঁচ বছরের সরকারের পরিকল্পনায় এগুলি করার ভাবনা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের।

advertisement

আরও পড়ুন: চকোলেট খাওয়া মাত্র মুখ দিয়ে গল গল করে রক্তপাত, মৃত্যুর কোলে দেড় বছরের শিশু! কোথায়?

দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলটি যে নতুন রঙে আসছে, মঙ্গলবার সমাজমাধ্যমে তা ঘোষণা করেছিল প্রসার ভারতী। রং বদলের পর যাকে বিরোধীদের অনেকে বিদ্রুপ করে ‘বিজেপির প্রচার ভারতী’ বলেও কটাক্ষ করেছেন। এর আগে গত বছর দূরদর্শন (ডিডি) ইন্ডিয়া-র লোগোটির রং বদলানো হয়েছিল। ডিডি ন্যাশনালের লোগোটিও বদলে গেরুয়ার মাঝে নীল রঙের করা হয়েছে। প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী অবশ্য রং বদলের পিছনে রাজনীতি বা গেরুয়াকরণ দেখছেন না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

আমন শর্মা, নয়াদিল্লি

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Exclusive DD News New Logo: ডিডি নিউজের লোগোর রংবদল শুরুর ইঙ্গিত, মোদি 3.0 সরকারের আরও বড় পরিকল্পনা প্রস্তুত: এক্সক্লুসিভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল