নিউজ ১৮-কে একাধিক সূত্র দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক (MIB) ও প্রসার ভারতীর বড় পরিবর্তন হবে যদি নরেন্দ্র মোদির সরকার তৃতীয়বার ক্ষমতায় আসে। ডিডি ইন্ডিয়া, প্রসার ভারতীকে আন্তর্জাতিক মানের খবরের চ্যানেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ভারত নমন পোর্টাল তৈরি হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কাজে লাগিয়ে হবে এই উত্তোরণ।
advertisement
‘গ্লোবাল মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট’-এর ঘোষণা ও ‘ফেক নিউজ’-কে বাধা দিতে ‘পিআইবি ফ্যাক্ট চেক ইউনিট’ গড়ে তোলা হবে। দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন-এ স্নাতকোত্তর চালুরও ভাবনা রয়েছে এ বিষয়ে। মোদি 3.0-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরিকল্পনায় ১০০ দিন ও পাঁচ বছরের সরকারের পরিকল্পনায় এগুলি করার ভাবনা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীদের।
আরও পড়ুন: চকোলেট খাওয়া মাত্র মুখ দিয়ে গল গল করে রক্তপাত, মৃত্যুর কোলে দেড় বছরের শিশু! কোথায়?
দূরদর্শনের হিন্দি খবরের চ্যানেলটি যে নতুন রঙে আসছে, মঙ্গলবার সমাজমাধ্যমে তা ঘোষণা করেছিল প্রসার ভারতী। রং বদলের পর যাকে বিরোধীদের অনেকে বিদ্রুপ করে ‘বিজেপির প্রচার ভারতী’ বলেও কটাক্ষ করেছেন। এর আগে গত বছর দূরদর্শন (ডিডি) ইন্ডিয়া-র লোগোটির রং বদলানো হয়েছিল। ডিডি ন্যাশনালের লোগোটিও বদলে গেরুয়ার মাঝে নীল রঙের করা হয়েছে। প্রসার ভারতীর সিইও গৌরব দ্বিবেদী অবশ্য রং বদলের পিছনে রাজনীতি বা গেরুয়াকরণ দেখছেন না।
আমন শর্মা, নয়াদিল্লি