TRENDING:

Lovely Moitra husband: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামীকে পদ থেকে সরাল কমিশন, ভোটের আগেই বড় পদক্ষেপ

Last Updated:

এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ও সৌম্য রায়কে বদলি করেছিল কমিশন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী পুলিশ কর্তা সৌম্য রায়কে লোকসভা ভোটের আগে বদলি করল নির্বাচন কমিশন৷ সৌম্য রায় বর্তমানে কলকাতা পুলিশ ডিসি সাউথ ওয়েস্ট পদে কর্মরত ছিলেন৷
লাভলি মৈত্র এবং তাঁর স্বামী পুলিশকর্তা সৌম্য রায়৷
লাভলি মৈত্র এবং তাঁর স্বামী পুলিশকর্তা সৌম্য রায়৷
advertisement

সূত্রের খবর, সৌম্য রায়ের স্ত্রী যেহেতু সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং বিধায়ক পদে রয়েছেন, সেই কারণেই কমিশনের নিয়ম অনুযায়ী কলকাতা পুলিশের ওই অন্যতম শীর্ষ কর্তাকে বদলি করা হল

এর আগে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ও সৌম্য রায়কে বদলি করেছিল কমিশন৷ কারণ তখন তাঁর স্ত্রী লাভলি মৈত্র শাসক দলের হয়ে প্রার্থী হয়েছিলেন৷ পরে নির্বাচনে জয়ী হয়ে সোনারপুর দক্ষিণের বিধায়ক হন লাভলি৷

advertisement

জানা গিয়েছে, ২০২১-এর মতোই সৌম্য রায়কে এমন পদে বদলি করা হবে যাতে তিনি কোনওভাবেই নির্বাচন সংক্রান্ত কোনও কাজের সঙ্গে যুক্ত না থাকেন৷ তবে সৌম্য রায়কে নতুন কোন পদে পাঠাচ্ছে কমিশন, তা এখনও জানা যায়নি৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা থেকে মাত্র ৪০ কিলোমিটার..., অজানা এই রাজবাড়ির ইতিহাসে লুকিয়ে আছে রক্তাক্ত কাহিনি 
আরও দেখুন

সূত্রের খবর, সৌম্য রায় নিজেই নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে তাঁর স্ত্রী সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন৷ নিয়ম অনুযায়ী, কোনও পুলিশ প্রশাসনের কোনও আধিকারিকের পরিবারের সদস্য সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁকে ভোটের কাজে ব্যবহার করে না কমিশন৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Lovely Moitra husband: তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামীকে পদ থেকে সরাল কমিশন, ভোটের আগেই বড় পদক্ষেপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল