লোকসভা নির্বাচন ২০২৪ পঞ্চম দফার ভোট লাইভ
নির্বাচনের মুখে সরগরম খানাকুল। নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে রুট মার্চ করাতে হবে। গোটা এলাকায় ঘটনা ঘিরে চাপা উত্তেজনা এখনও রয়েছে। খানাকুলের ঘটনায় ইতিমধ্যেই দুজন গ্রেফতার হয়েছে। ইতিমধ্যেই রিপোর্টে নির্বাচন কমিশনের কাছে এমনটাই জানানো হয়েছে।
প্রসঙ্গত, সোমবার চব্বিশের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ৷ এদিন সকাল ৭টা থেকেই ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে হুগলি, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুরে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৫.৩৫ শতাংশ৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, সকাল ৯ টা পর্যন্ত নির্বাচন কমিশনে অভিযোগ সবচেয়ে বেশি জমা পড়েছে তৃণমূলের৷ তৃণমূল দিয়েছে ৩০টি, বিজেপি ২২টি ও সিপিআইএম-এর ২৫টি অভিযোগ।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 8:04 AM IST