TRENDING:

Dilip Ghosh: 'ওল্ড ইজ গোল্ড!' হারের পর ফুঁসছেন দিলীপ, এবার ফেসবুক পোস্টে কী বোঝালেন?

Last Updated:

লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের পর বিজেপি অন্দরে যে ঝড় উঠেছে, তা স্পষ্ট৷ ভোটের ফলকে সামনে রেখে সরব হতে শুরু করেছেন এতদিন কোণঠাসা দিলীপ অনুগামীরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: জেতা আসন থেকে তুলে এনে তাঁকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী করেছিল দল৷ এই সিদ্ধান্তের পিছনে বড় কোনও চক্রান্ত থাকতে পারে বলেও ভোটের পর সংশয় প্রকাশ করেছেন দিলীপ ঘোষ৷ শুধু তাই নয়, তাঁকে দলের রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে পশ্চিমবঙ্গে দলের বৃদ্ধি থমকে গিয়েছে বলেও সরব হয়েছেন দিলীপ ঘোষ৷
 দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ
advertisement

পর পর বিস্ফোরক মন্তব্যের পর এবার ফেসবুকেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী৷ ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, ওল্ড ইজ গোল্ড৷ দিলীপ ঘোষের এই মন্তব্য নিজেরই দলের নেতা, কর্মী এবং শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করে কি না, তা নিয়ে স্বভাবতই জোর চর্চা শুরু হয়েছে৷ দিলীপ অনুগামী অনেকেই তাঁর এই ফেসবুক পোস্টে কমেন্ট করে বিজেপি নেতাকে সমর্থনও করেছেন৷

advertisement

আরও পড়ুন: ভোটের ফলে শিক্ষা হয়েছে, ভুল স্বীকার করে মুখ খুললেন প্রশান্ত কিশোর!

প্রসঙ্গত, একা দিলীপ ঘোষ নন, ভোটের ফল বেরনোর পর তাঁর সমর্থনে মুখ খুলেছেন সৌমিত্র খাঁ, নীলদ্রিশেখর দানার মতো বিজেপির সাংসদ, বিধায়করা৷ প্রকান্তরে সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা৷ দিলীপ ঘোষের মতো প্রার্থীকে জেতা আসন থেকে কেন সরিয়ে দেওয়া হল, সেই বিষয়টি নিয়েও ঝড় উঠেছে রাজ্য বিজেপির অন্দরে৷

advertisement

২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসনে জিতে চমকে দিয়েছিল বিজেপি৷ সেখানে এবার তাদের আসন সংখ্যা কমে হয়েছে ১২৷ ভোটের ফল প্রকাশের পরই দিল্লিতে তলব করা হয়েছে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

লোকসভা নির্বাচনে রাজ্যে বিপর্যয়ের পর বিজেপি অন্দরে যে ঝড় উঠেছে, তা স্পষ্ট৷ ভোটের ফলকে সামনে রেখে সরব হতে শুরু করেছেন এতদিন কোণঠাসা দিলীপ অনুগামীরা৷ দিল্লিতে নতুন সরকারের শপথ গ্রহণ পর্ব মেটার পর রাজ্য বিজেপির সংগঠনে বড় কোনও বদল হয় কি না, দিলীপ ঘোষকেই বা কোন ভূমিকায় দলের শীর্ষ নেতৃত্ব ব্যবহার করে, তা নিয়ে রাজ্য রাজনীতিতেও কৌতূহল তৈরি হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Dilip Ghosh: 'ওল্ড ইজ গোল্ড!' হারের পর ফুঁসছেন দিলীপ, এবার ফেসবুক পোস্টে কী বোঝালেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল