বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা নাগাদ বাথরুমে অচেতন হয়ে পড়ে যান ওই জওয়ান। সেখানেই মৃত্যু হয় তাঁর। কিউআরটি টিমে থাকার কথা ছিল তাঁর। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তথ্য কমিশন সূত্রে।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের প্রথম দফা শুরু, ভোট পরবে মেতে উঠেছে গোটা দেশ
জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম মিলেশ কুমার নিলু(৪২)। তিনি মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন বিহার থেকে। তবে গভীর রাতে তার সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। এরপর মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই জওয়ানকে চিকিৎসকরা মৃত বলে জানান।
advertisement
এদিকে, শিলিগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের ১৯/৮৮ চতুরাগছ বুথ (ফুলবাড়ী ১) বিজেপি কার্যালয়ে গভীর রাতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে ভোটদানের সময়েই হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা৷ যদিও ঘটনার পর বিজেপি অভিযোগ করেছে, এই ঘটনার সঙ্গে জড়িত তৃণমূল৷ শাসক দল সেই অভিযোগ অস্বীকার করেছে৷