উত্তরবঙ্গের রাজনীতিতে কোচবিহার একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা থেকে কেন্দ্রীয় মন্ত্রী যেমন রয়েছেন, রয়েছেন রাজ্যেরও একজন মন্ত্রী। বিজেপির যদি নিশীথ প্রামাণিক থাকেন, তৃণমূলের রয়েছে উদয়ন গুহ। ভোটের আগে ও পরে একাধিকবার নিশীথ প্রামাণিকের সঙ্গে বাগযুদ্ধেও জড়িয়েছেন উদয়ন গুহ। যদিও শেষ পর্যন্ত নিশীথকে হারিয়ে চ্যাম্পিয়ন তৃণমূলের জগদীশচন্দ্র বাসুনিয়া।
আরও পড়ুন: বলিউড থেকে লোকসভা, বিজেপির টিকিট পেয়েই ‘কুইন’ কঙ্গনা জয়ী! জিতলেন ৭৫ হাজার ভোটে
advertisement
এবার এই কেন্দ্রে ভোট পড়েছে ৮২.১৬ শতাংশ। কোচবিহার জেলার মোট ৯ টি বিধানসভার মধ্যে ৭ টি বিধানসভায় লোকসভা নির্বাচন হয়। হলদিবাড়ি জলপাইগুড়ি লোকসভার মধ্যে পড়ে। এবং তুফানগঞ্জ বিধানসভা আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে পড়ে। এই ৭ টি বিধানসভা নিয়ে কোচবিহার লোকসভা নির্বাচন হয়৷ কোচবিহার লোকসভার মোট ভোটার – ১৯৬৬৮৯৩। লোকসভা নির্বাচনে মোট ভোট পড়েছে – ১৬১৫৯৯৯।
আরও পড়ুন: জীবনে হতাশা ঘিরে ধরলে বাঁচার পথ দেখাবে বিবেকানন্দের এই ৫ দৃপ্ত বাণী, জানুন
লোকসভা ভোটের আগে কোচবিহার থেকে প্রচার শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে দেখতে উপচে পড়েছিল ভিড়। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ও কোচবিহারে জগদীশ বসুনিয়ার সমর্থনে পাল্টা সভা করেন। দুই প্রার্থীর প্রচারপর্ব আগাগোড়াই ছিল জমকালো। মঙ্গলবার ভোট গণনার প্রথম থেকেই দুই প্রার্থীর লড়াই ছিল নজরকাড়া। শেষ হাসি হাসলেন অবশ্য তৃণমূলের প্রার্থীর জগদীশ বসুনিয়া।