TRENDING:

Adhir Chowdhury: ৮০০০ ভোটে তখনও পিছিয়ে অধীর, আত্মবিশ্বাসী কংগ্রেস কর্মীরা তখনও ম্যাজিকের অপেক্ষায়

Last Updated:

Adhir Chowdhury: আট হাজার ভোটে পিছিয়ে অধীর, আত্মবিশ্বাসী কংগ্রেস কর্মীরা তখনও ম্যাজিকের অপেক্ষায়। কিন্তু, শেষ পর্যন্ত হয়নি কিছুই, ইউসুফ পাঠানের কাছে পরাজিত হন বহরমপুরের রবিনহুড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আট রাউন্ড গণানার শেষে অধীর চৌধুরী প্রায় নয় হাজার ভোটে পিছিয়েছিলেন। অথচ দলের কর্মী সমর্থকদের আত্মবিশ্বাস তখনও অটুট। বহরমপুরের কংগ্রেস দফতরের বাইরে ত্রিপলে টাঙানো ম্যারাপের নিচে তখন টিভির পর্দায় চোখ রেখে উত্তেজনা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে ব্যস্ত কয়েকশো কর্মী সমর্থক। পরের রাউন্ডেই সব হিসেব উল্টে দিয়ে বহরমপুরের কংগ্রেস প্রার্থী আবার লিড নেবেন। নিজেদের মধ্যে এমনটাই আলোচনা করছিলেন তাঁরা। কংগ্রেস অফিসে তখনও আসেননি অধীর চৌধুরী। কিন্তু ম্যারাপের নিচে তখন প্রতিবার জেতার খবরে অভ্যস্থ কর্মী সমর্থকেরা ডাবল হ্যাট্রিকের অপেক্ষায়।
অধীর চৌধুরী
অধীর চৌধুরী
advertisement

পরিযায়ী শ্রমিক মইদুল ইসলাম ভোট দিতে এসেছেন ছুটি নিয়ে। ম্যারাপের নিচে তিনিও প্রতি মূহুর্তের খবর নিচ্ছেন। তিনি বলেন, “ওস্তাদের মার শেষ রাতে। ইউসুফ পাঠান ক্রিকেট মাঠের খেলোয়ার। আর দাদা এই মাঠে প্রতিবার সেঞ্চুরি করেন। কত প্রার্থী এতদিন এসেছেন দাদার বিরুদ্ধে লড়তে। কিন্তু সবাই হেরেই ফিরেছেন। এবারও তাই হবে। এখনো বেশ কয়েক রাউন্ড কাউন্টিং বাকি রয়েছে। আর দু-রাউন্ড গোনা হলেই এটা মেকআপ হয়ে যাবে। তরপর যে লিড নেবে সেটা আর ধরা যাবে না।”

advertisement

আরও পড়ুনঃ সৃজনের ছবিতে মুখের উপরে সায়নীর স্টিকার! কেনও এমন ঘটনা? কীভাবে ঘটল? জানুন

কলেজ পড়ুয়া সমর সেন কিন্তু অতটা নিশ্চিত হতে পারছিলেন না। তিনি বলেন, “দাদা বরাবরই প্রথম থেকেই এগিয়ে থাকে। আমরা নিশ্চিন্তে কাউন্টিং দেখি। কিন্তু এবার খুব টেনশন হচ্ছে। আগে মালদহ, মুর্শিদাবাদ কংগ্রেসের গড় ছিল। অন্য সব জায়গায় যাই হোক না কেনও এখানে তার কোনও প্রভাব পড়ত না। সেখানে আসতে আসতে সব হাতছাড়া হয়ে গেছে। দাদার লিডটা তাড়াতাড়ি বাড়লে শান্তি পাব।” কিন্তু সেই শান্তি আর আসেনি। এরপর যত সময় এগিয়েছে এগিয়েছেন পাঠানই। আর ম্যরাপের নিচের ভিড় ততই পাতলা হয়েছে। আর যারা ছিলেন তাঁদের আত্মবিশ্বাসী চোখে তখন উদ্বেগের ছায়া। পাশে চায়ের দোকানে তখন গান বাজছে “রাজার পোশাক রাজার সাজ, অন্য কেউ তা পড়বে আজ……।”

advertisement

UJJAL ROY

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Adhir Chowdhury: ৮০০০ ভোটে তখনও পিছিয়ে অধীর, আত্মবিশ্বাসী কংগ্রেস কর্মীরা তখনও ম্যাজিকের অপেক্ষায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল