কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তির সমস্ত নিয়ম মেনে চলতে হবে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে। নাগরিকত্ব পেতে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন থেকে শুরু করে প্রদত্ত নথি শর্তাবলীর সমস্ত দিক খতিয়ে দেখতে হবে। নাগরিকত্ব পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। রাজ্যের ক্ষেত্রে প্রার্থীর আবেদন পত্র এবং সমস্ত নথি খতিয়ে দেখবেন জেলা শাসক। জেলা স্তরে নথি যাচাইয়ের পর সেই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রের সংশ্লিষ্ট এজেন্সিতে। এর আগে ২০১৬, ২০১৮ এবং ২০২১ সালে গুজরাত, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাব সরকারকে একই বিজ্ঞপ্তি পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। এই ৫ রাজ্যের জেলা প্রশাসনকে বৈধ নথি নিয়ে এদেশে আসা উল্লেখিত ৬ সম্প্রদায়কে নাগরিকত্ব দেওয়ার অধিকার দেয় কেন্দ্রীয় সরকার।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, নাগরিকত্ব দেওয়ার বিষয়টি কেন্দ্রীয় সরকারের এক্তিয়ারে। ফলে এনিয়ে যাবতীয় বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০১৯ সালে সংসদে পাস হয় নাগরিকত্ব সংশোধন আইন। যদিও এখনও তা কার্যকর হয়নি বিধি তৈরি করতে না পারায়।গত ৯ অক্টোবর বিধি তৈরির সময়সীমা সমাপ্ত হয়। তারপরেই আরও সময় চেয়ে আইন তৈরির জন্য লোকসভা ও রাজ্যসভার সংশ্লিষ্ট কমিটির কাছে বিধি তৈরি জন্য সময় চেয়ে আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই আবেদন মঞ্জুর করেছিল কমিটি।
সূত্রের খবর, রাজ্যসভার কমিটি স্বরাষ্ট্র মন্ত্রককে ৩১ ডিসেম্বর এবং লোকসভার কমিটি ৯ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে। এই নিয়ে মোট সাতবার বিধি তৈরির সময়সীমা বৃদ্ধি করা হল। ২০২০ সালের জুন মাসে প্রথম সময়সীমা বৃদ্ধি করা হয়।