TRENDING:

৭ আসনের ৫-এই হার, গুজরাত জিতলেও দেশজুড়ে উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি! বড় ধাক্কা গেরুয়া শিবিরে

Last Updated:

মৈনপুরী লোকসভা আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্বল যাদব। বিজেপির রঘুরাজ সিং শঙ্খকে তিনি হারিয়েছেন ২,৩১,৯৫৫ ভোটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: গুজরাতে বিরাট সাফল্য পেলেও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন-সহ গোটা দেশের বিভিন্ন আসনে উপ নির্বাচনে চলল না পদ্ম ম্যাজিক। দেশের ৭ উপনির্বাচনের মধ্যে ৫ আসনেই হার হয়েছে গেরুয়া শিবিরের। বিহারের কুরহানি আসনে কোনওরকমে মুখরক্ষা করতে পেরেছেন বিজেপি। যদিও এই আসনটি আগে ছিল জেডিইউ-র কাছে।
advertisement

মৈনপুরী লোকসভা আসনে উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী ডিম্বল যাদব। বিজেপির রঘুরাজ সিং শঙ্খকে তিনি হারিয়েছেন ২,৩১,৯৫৫ ভোটে। ছত্তিশগড়ের ভানুপ্রতাপপুরের বিধানসভা উপ নির্বাচনে জিতেছে কংগ্রেস। কংগ্রেস প্রার্থী সাবিত্রী জিতেছেন ১৪ হাজার ভোটে। দ্বিতীয় স্থানে বিজেপি। উত্তরপ্রদেশের খাতৌলিতে ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে আরএলডি প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি।

advertisement

অন্যদিকে ওড়িশার পদমপুর আসনেও এগিয়ে রয়েছে বিজেডি প্রার্থী। ৯৪,৭৫৭ ভোটে এগিয়ে বিজেডি প্রার্থী। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর ভোট ৬২,১৯০ ভোট। উত্তরপ্রদেশের রামপুর আসনে উপ নির্বাচনে দিনভর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে। ২৪ রাউন্ড গণনার পরে এগিয়ে গিয়েছে বিজেপি। বিজেপি প্রার্থী আকাশ সাক্সেনার পেয়েছেন ৪৫,৪৮৪ ভোট। সমাজবাদী পার্টি পেয়েছে ৩৪,৬২০ ভোট।

advertisement

আরও পড়ুন, রেকর্ড আসন নিয়ে মোদির গুজরাত বিজেপি'রই, হিমাচলে ক্ষমতা দখল কংগ্রেসের!

বিহারের কুরহানি আসনেও প্রথম থেকে জোরদার টক্কর চলেছে বিজেপি এবং জেডিইউ-এর মধ্যে। শেষ কয়েক রাউন্ডে এগিয়ে যায় বিজেপি। বিজেপি প্রার্থী জিতেছেন ৩,৬৩২ ভোটে।

আরও পড়ুন, গুজরাতে পদ্মরাজ লাগাতার ৭ বার! ১২ ডিসেম্বর শপথ ভূপেন্দ্রর, থাকবেন মোদি-শাহ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শুধু রান্নার কাজে নয়, একাধিক রোগ নিরোধেও সাহায্য করে রসুন! ছোট্ট এই সবজির গুণাবলী জানেন?
আরও দেখুন

রাজস্থানের সর্দারশহরে জিতেছে কংগ্রেস। কংগ্রেস জিতেছে ২৬ হাজারের বেশি ভোটে। দ্বিতীয় স্থানে লড়াই শেষ বিজেপি প্রার্থীর।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
৭ আসনের ৫-এই হার, গুজরাত জিতলেও দেশজুড়ে উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি! বড় ধাক্কা গেরুয়া শিবিরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল