দলের পক্ষ থেকে যে তাঁকে শো কজ করা হয়েছে, তা স্বীকার করে নিয়েছেন দিলীপ ঘোষ৷ তিনি শো কজের জবাবও দেবেন বলে জানিয়েছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী৷ চাপে পড়ে দিলীপ আরও দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আমার কোনও ব্যক্তিগত ক্লেশ অথবা ক্রোধ নেই৷
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বিপাকে দিলীপ, কমিশনে নালিশ জানাল তৃণমূল!
advertisement
প্রসঙ্গত, গতকালই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে কটূক্তি করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ৷ বিজেপি প্রার্থীর এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল৷ কমিশনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়৷
গতকাল দিলীপ ঘোষকে পাঠানো চিঠিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব লিখেছে, আপনি এ দিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা অশোভনীয় এবং অসংসদীয়৷ এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরার বিরোধী এবং দল কোনওভাবেই অনুমোদন করে না৷
এ দিন শো কজের কথা স্বীকার করে নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমার ভাষা প্রয়োগ নিয়ে অনেকের আপত্তি আছে। আমার নেতৃত্বও বলেছে অসংসদীয়। সে জন্য আমি দুঃখিত। মুখ্যমন্ত্রীর বিষয়ে আমার ব্যক্তিগত কোনও ক্লেশ, ক্রোধ নেই। কিন্তু ওনার দলের নেতা আমার দলের বিধায়কের পরিবারের বাবাকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলবেন, সেটা কী করে হয়। উনি পুরুষ বলে কি কোনও সম্মান নেই? শোকজের উত্তর আমি দেব।
এই প্রথম নয়, অতীতেও একাধিক বার নানা বিতর্কিত মন্তব্য করার জন্য দলীয় নেতৃত্বের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে দিলীপ ঘোষকে৷ মেদিনীপুরের সাংসদকে এবার বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করেছে দল৷ ফলে এমনিতেই কিছুটা চাপে ছিলেন দিলীপ৷ তার উপর নির্বাচনের মুখে বিতর্কিত মন্তব্য করে এবার দলের শীর্ষ নেতৃত্বের বিরাগভাজন হলেন তিনি৷