TRENDING:

BJP Candidate: 'হারিয়ে' গিয়েছেন বিজেপি বিধায়িকা? তিনি আবার প্রার্থীও, পোস্টারে প্রবল চাঞ্চল্য বাংলায়

Last Updated:

BJP Candidate: নিখোঁজ বিধায়িকা! শহরের বিভিন্ন প্রান্তে এমন পোস্টার ঘিরে চাঞ্চল্য মালদহে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: তিনি নাকি নিখোঁজ! খুঁজে পাওয়া যাচ্ছে না বিধায়িকাকে। সকাল সকাল মালদহ শহরের অলিতে গলিতে এমন নিখোঁজ পোস্টার ঘিরে রীতিমতো শোরগোল শহরজুড়ে। মালদহের ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর নামে এমন নিখোঁজ পোস্টার শহরের বিভিন্ন প্রান্তে।
বিধায়িকার নামে নিখোঁজ পোস্টার
বিধায়িকার নামে নিখোঁজ পোস্টার
advertisement

ইংরেজবাজার শহরজুড়ে এমন পোষ্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কারা বা কে এই নিখোঁজের পোষ্টার ছড়িয়েছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। এই প্রসঙ্গে বিজেপির মালদহ দক্ষিণ সংগঠনের সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এইসব কাজ তৃণমূল কংগ্রেস করে। এমন নীচু মানসিকতার কাজ তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব। সাতটি বিধানসভা মিলে একটি লোকসভা কেন্দ্র।

advertisement

বিজেপি প্রার্থী বিভিন্ন লোকসভা এলাকাতে নির্বাচনী কাজক্রম করছে।তাতে বিজেপির পক্ষে ব্যাপক সাড়া। তাই তৃণমূল কংগ্রেসের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই আতঙ্কে এমন করেছে তারা। তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি বিজেপির প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ রয়েছে। গত দুই বছর ইংরেজবাজার বিধানসভাতে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘বন্দে মাতরম’ তো লিখেছিলেন বঙ্কিমচন্দ্র, কিন্তু সুর দিয়েছিলেন কে? নামটা কিন্তু চমকে দিতে যথেষ্ট

advertisement

মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি দুলাল চন্দ্র সরকার বলেন, মূলত বিভিন্ন চায়ের দোকানে এই ধরনের পোস্টার গুলি পড়েছে। ভোট প্রক্রিয়া শুরু হতেই শহর ও শহরতলি বিভিন্ন রেস্তোরাঁতে প্রচার অভিযান করছেন বিজেপি প্রার্থী একটু ভিন্নরকমে। তাই হয়তো কেউ ক্ষুদ্ধ হয়ে এমন পোষ্টার ছড়িয়েছে।চৈত্রের তীব্র দাবদহের মাঝেই ভোট যুদ্ধে রাজনৈতিক পারদও গরম হয়ে উঠছে এমন ঘটনার পর আর বলার অপেক্ষা রাখে না। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে এই পোস্টার ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

—- হরষিত সিংহ

বাংলা খবর/ খবর/নির্বাচন/
BJP Candidate: 'হারিয়ে' গিয়েছেন বিজেপি বিধায়িকা? তিনি আবার প্রার্থীও, পোস্টারে প্রবল চাঞ্চল্য বাংলায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল