TRENDING:

Gujarat Assembly Election 2022 || গুজরাতে এগিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল! মোদিরাজ্যে চলছে গণনা, অনেকটাই পিছিয়ে কংগ্রেস

Last Updated:

এবারে জিতলে টানা সপ্তম বার গুজরাতে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড৷ ফলাফলের অপেক্ষায় গোটা দেশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: গুজরাতের ঘাটলোদিয়া কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। বিজয় রূপানির ইস্তফা দেওয়ার পরে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছে গুজরাতের ঘাটলোদিয়ার বিধায়ক ভূপেন্দ্র প্যাটেলকে। এই  বিধানসভা ভোট পর্যন্ত গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন পতিদার সম্প্রদায়ের এই বিধায়ক। সাড়ে সাত বছরে গুজরাটে তিন বার মুখ্যমন্ত্রীর মুখ বদলাতে হয়েছে গেরুয়া শিবিরকে।
এগিয়ে বিজেপি
এগিয়ে বিজেপি
advertisement

টিভি নাইন-এর বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে গুজরাত বিধানসভা নির্বাচনে ম্যাজিক ফিগার পার করতে চলেছে বিজেপি। তাদের হাতে আসতে পারে ১২৫ থেকে ১৩০টি আসন। কংগ্রেস জিততে পারে ৪০-৫০টি আসন। আপের হাতে আসতে পারে ৩-৫টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ থেকে ৭টি আসন। জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ১১৭ থেকে ১৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৩৪-৫১টি আসন। আপের হাতে আসতে পারে ৬-১৩টি আসন। অন্যান্যরা পেতে পারে ১-২টি আসন। P-MARQ- এর বুথ ফেরত সমীক্ষায় বিজেপি পেতে পারে ১২৮-১৪৮টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪২টি আসন। আপ পেতে পারে ২ থেকে ১০টি আসন। অন্যান্যরা পেতে পারে ৩ টি আসন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এবারে জিতলে টানা সপ্তম বার গুজরাতে সরকার গঠন করবে পদ্ম ব্রিগেড৷ ফলাফলের অপেক্ষায় গোটা দেশ ৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Election 2022 || গুজরাতে এগিয়ে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল! মোদিরাজ্যে চলছে গণনা, অনেকটাই পিছিয়ে কংগ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল