TRENDING:

Arvind Kejriwal on Mamata Banerjee: এর পর মমতা? জেল থেকে বেরিয়েই বিস্ফোরক কেজরিওয়াল, নিশানায় মোদি

Last Updated:

কেজরিওয়াল এ দিন দাবি করেছেন, নরেন্দ্র মোদি এক দেশ, এক নেতার তত্ত্বে বিশ্বাসী৷ স্বাধীনতার পর গত ৭৫ বছরে বিরোধীদের উপরে এত অত্যাচার হয়নি বলেও এ দিন দাবি করেছেন কেজরিওয়াল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন৷ তার চব্বিশ ঘণ্টার মধ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদামি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল৷ তাঁর চাঞ্চল্যকর দাবি, এবারের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেলে পাঠাবেন৷ শুধু মমতা একা নন, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়ন, তেজস্বী যাদব সহ বিরোধী নেতাদেরও একই অবস্থা হবে বলে দাবি করেছন কেজরীওয়াল৷
মমতাকে নিয়ে আশঙ্কা কেজরিওয়ালের৷
মমতাকে নিয়ে আশঙ্কা কেজরিওয়ালের৷
advertisement

কেজরিওয়ালের অবশ্য দাবি, বিরোধী শিবিরের মতো বিজেপির কয়েকজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎও নষ্ট করে দেবন প্রধানমন্ত্রী৷ এমন কি, বিজেপি ভোটে জিতলে আগামী ছ মাসের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন কেজরিওয়াল৷

আরও পড়ুন: ভোটে দাঁড়াতে বলায় কী বলেছিলেন রচনা, কীভাবে রাজি করালেন? ফাঁস করলেন মমতা

advertisement

এ দিন নিজের কর্মী, সমর্থকদের সামনে এসে কেজরিওয়াল বলেন, ‘যত বিরোধী নেতা আছেন, সবাইকে জেলে পাঠিয়ে দেবে৷ আর অন্যান্য বিজপি নেতাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে৷ ওরা সঞ্জয় সিং, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে দিয়েছে৷ এম কে স্ট্যালিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্ত্রীকে জেলে পাঠিয়েছেন৷ হেমন্ত সোরেনকে জেলে পাঠিয়েছে, কেরলের মুখ্যমন্ত্রীর পিছনে পড়ে আছেন৷ এরা যদি ভোটে জেতে, আমায় দিয়ে হলফনামায় লিখিয়ে নিন, কিছু দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে থাকবেন৷ পিনারাই বিজয়ন, স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব- যত বিরোধী নেতা আছেন সবাই জেলে থাকবেন৷ বিজেপির নেতাদেরও এরা ছাড়়বেন না৷ আদবাণী, মুরলী মনোহর যোশীর রাজনীতি শেষ করে দিয়েছেন৷ শিবরাজ সিং চৌহানের মতো নেতা যিনি মধ্যপ্রদেশে জিতিয়ে আনলেন, তাঁকে মুখ্যমন্ত্রী না করে রাজনীতিও এরা শেষ করে দিয়েছে৷ রমন সিংয়েরও একই পরিণতি হয়েছে৷ ভোটে জিতলে এবার এরা দু মাসের মধ্যে এরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বদলে দেবেন, যোগী আদিত্যনাথের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেবে, আমার কথা লিখে নিন৷’

advertisement

কেজরিওয়াল এ দিন দাবি করেছেন, নরেন্দ্র মোদি এক দেশ, এক নেতার তত্ত্বে বিশ্বাসী৷ স্বাধীনতার পর গত ৭৫ বছরে বিরোধীদের উপরে এত অত্যাচার হয়নি বলেও এ দিন দাবি করেছেন কেজরিওয়াল৷

তবে জেল থেকে বেরিয়ে কেজরিওয়াল এ দিন আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, রাজস্থান, উত্তর প্রদেশ, কর্ণাটক, বিহার, পশ্চিমবঙ্গের মতো সব রাজ্যেই বিজেপির আসন কমবে৷ বিজেপি ২২০ থেকে ২৩০টির বেশি আসন পাবে না বলেও দাবি করেছেন কেজরিওয়াল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

কেজরিওয়াল দাবি করেছেন, বিজেপির চক্রান্তই ছিল তাঁকে জেলে পাঠিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা৷ যাতে দিল্লির সরকার ফেলে দিতে সুবিধা হয়৷ কিন্তু তিনি সেই ফাঁদে পা দেননি৷ হেমন্ত সোরেনেরও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত হয়নি বলে দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Arvind Kejriwal on Mamata Banerjee: এর পর মমতা? জেল থেকে বেরিয়েই বিস্ফোরক কেজরিওয়াল, নিশানায় মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল