TRENDING:

Amit Shah-JP Nadda: ৬ দফার আগে আজ বঙ্গে শাহ-নাড্ডার সভা থেকে রোড শো-সহ ৭ কর্মসূচি

Last Updated:

প্রথমে কাঁথি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে ইটাবেড়িয়া ময়দানে সভা করবেন অমিত শাহ। এরপর প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বেলদা এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রের পারাতে দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তৃতীয় সভায় অংশ নেবেন অমিত শাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: ষষ্ঠ দফার আগে আজ, বুধবার ভোট প্রচারে ফের বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাজ্যের চার লোকসভা কেন্দ্রে প্রচার করবেন অমিত শাহ। তাঁর সূচিতে তিনটি জনসভা ও একটি রোড শো রয়েছে। প্রথমে কাঁথি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে ইটাবেড়িয়া ময়দানে সভা করবেন অমিত শাহ। এরপর প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের সমর্থনে ঘাটাল লোকসভা কেন্দ্রের বেলদা এবং পুরুলিয়া লোকসভা কেন্দ্রের পারাতে দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে তৃতীয় সভায় অংশ নেবেন অমিত শাহ।
জেপি নাড্ডা এবং অমিত শাহ
জেপি নাড্ডা এবং অমিত শাহ
advertisement

আরও পড়ুন- আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্যের বেশ কয়েক জেলায়, রয়েছে বজ্রপাতের আশঙ্কাও !

এরপর আকাশ পথে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চার কর্মসূচির মধ্যে সবচেয়ে শেষে বাঁকুড়ায় পৌঁছে রোড শো করবেন অমিত শাহ। বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে লালবাজার থেকে মাচানতলা পর্যন্ত রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ষষ্ঠ দফার আগে বুধবার ভোট প্রচার উপলক্ষে গতকাল, মঙ্গলবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতেই নিউটাউনের হোটেলে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন অমিত শাহ বলে বিজেপি সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন- নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে সপ্তাহের শেষে

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এর আগে একাধিকবার বঙ্গ সফরে এসে রাজনৈতিক সভা থেকে রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিশানা করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সরব হয়েছেন দুর্নীতির অভিযোগেও। ফের আজ, বুধবার বঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহ কী বলেন ? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে অমিত শাহর পাশাপাশি আজ বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও তিনটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। বারাসত, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই তিন কেন্দ্রে সভা করবেন জেপি নাড্ডা।

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Amit Shah-JP Nadda: ৬ দফার আগে আজ বঙ্গে শাহ-নাড্ডার সভা থেকে রোড শো-সহ ৭ কর্মসূচি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল