এরপর আকাশ পথে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চার কর্মসূচির মধ্যে সবচেয়ে শেষে বাঁকুড়ায় পৌঁছে রোড শো করবেন অমিত শাহ। বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে লালবাজার থেকে মাচানতলা পর্যন্ত রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ষষ্ঠ দফার আগে বুধবার ভোট প্রচার উপলক্ষে গতকাল, মঙ্গলবার রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতেই নিউটাউনের হোটেলে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করে ভোট প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন অমিত শাহ বলে বিজেপি সূত্রের খবর।
advertisement
২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এর আগে একাধিকবার বঙ্গ সফরে এসে রাজনৈতিক সভা থেকে রোড শো করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নিশানা করেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে। সরব হয়েছেন দুর্নীতির অভিযোগেও। ফের আজ, বুধবার বঙ্গে ভোট প্রচারে এসে অমিত শাহ কী বলেন ? এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে অমিত শাহর পাশাপাশি আজ বঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও তিনটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। বারাসত, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই তিন কেন্দ্রে সভা করবেন জেপি নাড্ডা।