TRENDING:

Adhir Chowdhury: নিজের গড় বহরমপুরেই হেরেছেন, তার পরেও একটি কারণেই পাঠানের প্রশংসায় অধীর!

Last Updated:

দু বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় তারকা ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: ইউসুফ পাঠানের কাছে হারের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে৷ অধীর চৌধুরী অবশ্য শুরু থেকেই পাঠানকে বহিরাগত বলে আক্রমণ করে এসেছেন৷ তবে ভোটে হারলেও একটি কারণে ইউসুফ পাঠানের প্রশংসা করছেন অধীর৷
অধীর গড়ে জয়ী ইউসুফ৷
অধীর গড়ে জয়ী ইউসুফ৷
advertisement

ভোটে হারার জন্য মূলত ভোটের মেরুকরণকেই দায়ী করে চলেছেন অধীর৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বহরমপুরের পরাজিত প্রার্থী বলেন, আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই৷ ইউসুফ পাঠান ভাল মানুষ৷ উনি আমার বিরুদ্ধে কোনও খারাপ মন্তব্য করেননি৷ উনি নিজে একজন ক্রীড়াবিদ এবং ভোটের লড়াইয়েও তার পরিচয় দিয়েছেন৷ আমি চেষ্টা করেছিলাম, কিন্তু শাসক দলের বিরুদ্ধে আমার লড়াইটা কঠিন ছিল৷

advertisement

দু বারের বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় তারকা ইউসুফ পাঠানকে বহরমপুরে প্রার্থী করে বড় চমক দিয়েছিল তৃণমূল৷ যদিও পাঁচ বারের সাংসদ অধীর এর পরেও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন৷ যদিও ভোটের ফল বেরোতে দেখা যায়, প্রায় ৮৬ হাজার ভোটে অধীরকে পরাজিত করেছেন ইউসুফ পাঠান৷

আরও পড়ুন: হুগলিতে জিতলেন রচনা, তবু অশান্তি তৃণমূলে! চুঁচু়ড়ায় দলের নেতাদের পদত্যাগের হিড়িক

advertisement

তৃণমূল প্রার্থী পাঠান বহরমপুরে পেয়েছেন ৫ লক্ষ ২৪ হাজার ৫১৬ ভোট পেয়েছেন পাঠান৷ অন্যদিকে, অধীর পেয়েছেন ৪ লক্ষ ৩৯ হাজার ৪৯৪টি ভোট৷ অন্যদিকে বিজেপির নির্মল সাহা পেয়েছেন ৩ লক্ষ ৭১ হাজার ৮৮৫টি ভোট৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু নিজের হার নয়, পশ্চিমবঙ্গে কংগ্রেসের ফলেও দলের মধ্যে প্রবল চাপে পড়ে গিয়েছেন অধীর৷ কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোটের বিরোধী ছিলেন তিনি৷ গোটা দেশের নিরিখে কংগ্রেস ভাল ফল করলেও এ রাজ্যে মাত্র ১ আসনে জয়ী হয়েছে তারা৷ প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছেন অধীর৷ এই অবস্থায় দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছেন কংগ্রেস নেতা৷ অধীরকে কংগ্রেস কীভাবে ব্যবহার করে, তার উপরই অনেকটা নির্ভর করছে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ৷

advertisement

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Adhir Chowdhury: নিজের গড় বহরমপুরেই হেরেছেন, তার পরেও একটি কারণেই পাঠানের প্রশংসায় অধীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল