আরও পড়ুন– ৪০ ডিগ্রি পার বঙ্গের তাপমাত্রা ! বইবে লু, আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন
সম্প্রতি উদয়ন গুহকে আক্রমণ করেছেন নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠরা ৷ এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পালটা অভিযোগ করেছে বিজেপিও ৷ এই অবস্থায় দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেন, সকলের নজর সেদিকেই ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্য ওই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকার আইনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য যারা অন্যদেরকে ভয় দেখাচ্ছে এবং সমাজবিরোধীদের সাহায্য করছে, তারা দেখিয়ে দিচ্ছে যে তাদের পায়ের তলার মাটি হারিয়ে গেছে। আমরা ব্যালটের মাধ্যমে বুলেটের জবাব দেব। কোচবিহারের মানুষ প্রমাণ করবে যে এই মাটিতে সন্ত্রাসবাদীদের কোনও স্থান নেই। যারা মানুষের শক্তিতে বিশ্বাস করে না, তারা কেবল এরকম সস্তা কৌশল এবং সহিংসতার পথ অবলম্বন করবে। আমরা ক্ষমতার কাছে ও মানুষের ক্ষমতার সামনে সত্যি কথা বলায় বিশ্বাস করি। আমি মনে করি সমগ্র কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আগামী ১৯ এপ্রিল বিজেপিকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। শুধু অপেক্ষা করুন এবং দেখুন। এইবার বাংলার এই অঞ্চল থেকে আমাদের চমকপ্রদ ফলাফল হবে ৷ যেখানে বিজেপিকে তাদের নিজেদের ওষুধই খাওয়াতে হবে এবং যে ভাষায় তারা বোঝে, বাংলার মানুষের পক্ষ থেকে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে।’’
advertisement
আরও পড়ুন– রাশিফল ২ এপ্রিল; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নবজোয়ার যাত্রা শুরু করেছেন কোচবিহার থেকে ৷ আগামী চার তারিখ এই জেলায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে সভা করবেন প্রধানমন্ত্রীও। ফলে রাজনৈতিক দ্বৈরথ তুঙ্গে উত্তরের এই জেলায়।।