একান্ত সাক্ষাৎকারে প্রসঙ্গ উঠতেই অভিষেকের প্রশ্ন, “২০১৯ এ বিল পাস হল, তার রুল তৈরি করতে পাঁচ বছর লেগে গেল?” এরপরেই কেন্দ্রকে তীব্র নিশানা করে ছুড়ে দিলেন কটাক্ষ, “এটাই হাওয়া তোলা৷ ৩৯-৪০ পাতার রুল তৈরি হয়েছে, তাতে কিচ্ছু নেই৷ পুরোটাই অস্বচ্ছ৷ ভারতবর্ষের নাগরিক না হলে তো ভোটার কার্ড থাকবে না৷ যাঁরা মন্ত্রী, সাংসদ, প্রধানমন্ত্রীকে বেছে নিল তাঁরা ভারতের নাগরিক নন? এটাই রাজনৈতিক গিমিক৷”
advertisement
অভিষেকের কথায়, “সিএএ-এর পরে এনআরসি আসবে৷ আমাদের সিএএ নিয়ে কোনও আপত্তি নেই৷ বলুক না একবার, সিএএ হবে কিন্তু এনআরসি হবে না৷ আমি বলছি, সিএএ নিয়ে আমরা আপত্তি করব না৷” ভোটে কী আদৌ প্রভাব পড়বে সিএএ ফ্যাক্টরের? উত্তরে অভিষেকের পাল্টা প্রশ্ন, “যেখানে সংখ্যালঘু ভোট ২-৩ শতাংশ, সেখানে তৃণমূল জিতছে কী করে? ঝাড়গ্রাম, জলপাইগুড়ির মতো জায়গায় তৃণমূল কী করে জিতল?”