আরও পড়ুন: এখানেই থামব না, ফের অসম যাবে তৃণমূল প্রতিনিধিদল : ফিরহাদ হাকিম
রাজ্য সরকারের উদ্যোগে নতুন জেলা পেয়েছে কালিম্পং। অন্য জেলাগুলির মতই নতুন জেলার উন্নয়নেও উদ্যোগী রাজ্য। কালিম্পঙের দু'নম্বর ব্লকে পেডংয়ে তৈরি হয়েছে একটি কর্মতীর্থ হাট। নিজেদের বাগানের ভেষজ শাক-সবজি, স্থানীয় খাবার বা হস্তশিল্প, নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস নিয়ে হাটে পসরা সাজাচ্ছেন বেকার তরুণ তরুণীরা। বিকিকিনিও হচ্ছে ভালই। বাড়ছে আর্থিক স্বনির্ভরতা।
advertisement
আরও পড়ুন: কলকাতায় ফিরলেন তৃণমূলের ৬ প্রতিনিধি
কর্মতীর্থে খুশির হাট
------------------------
- কর্মতীর্থ হাটের এক তলায় ১১টি স্টল
- দোতলা তৈরির কাজ চলছে
- মোট ৩৩টি স্টল তৈরি হবে
- শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের আয়ের সুযোগ
- স্বনির্ভর গোষ্ঠীগুলিরও আয়ের সুযোগ
কালিম্পঙ থেকে সিকিম যেতে সিল্ক রুটের রাস্তায় পড়ে পেডং। শান্ত নিরিবিলি পেডংকে ভালবাসেন পর্যটকরাও। তাঁদের কাছে স্থানীয় খাবার বা পণ্য বিক্রি করতে পেরে খুশি তরুণ-তরুণীরা। আর্থিক স্বনির্ভরতা আসায় রাজ্য সরকারকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: শিলচরে গ্রেফতার তৃণমূল প্রতিনিধি দল
কালিম্পঙের অর্থনৈতিক পরিকাঠামো উন্নত করতে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানে এগিয়েছে রাজ্য সরকার। পেডংয়ের পর্যটন ব্যবস্থার দিকেও বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য। স্বনির্ভর হচ্ছে পেডং। কর্মতীর্থে খুশির হাট বসেছে।