Western Railway Recruitment 2022: আবেদনের তারিখ
আগ্রহী এবং যোগ্য শিক্ষকরা রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি মাধ্যম), বলসড়ে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন। নির্বাচিত শিক্ষকদের পার্ট-টাইম হিসাবে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ তারিখ – ১২ এপ্রিল, ২০২২
সময়- সকাল ৯টা
স্থান- প্রিন্সিপাল, রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি মাধ্যম) বলসড়, (ওয়েস্ট ইয়ার্ড রেলওয়ে কলোনি)
advertisement
এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে বিপুল নিয়োগ, আবেদনের শেষ দিন চলে এল!
Western Railway Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১১টি পদ রয়েছে বলে জানানো হয়েছে
ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক হিন্দি – ১টি পদ
ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (ম্যাথমেটিক্স)-পিসিএম - ১টি পদ
ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (সায়েন্স)-PCB - ১টি পদ
ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (সংস্কৃত)-১টি পদ
ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (সোশ্যাল সায়েন্স) - ১টি পদ
ট্রেন্ড গ্র্যাজুয়েট শিক্ষক (ফিজিক্যাল এবং হেলথ এডুকেশন) - ১টি পদ
কম্পিউটার সায়েন্স - ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাথমিক শিক্ষক) - ৪টি পদ
আরও পড়ুন: মেগা রিক্রুটমেন্ট, পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির দারুণ সুযোগ! জানুন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ওয়েস্টার্ন রেলওয়ে (Western Railway) |
পদের নাম: | টিজিটি (প্রশিক্ষিত স্নাতক শিক্ষক), অ্যাসিস্ট্যান্ট টিচার (প্রাথমিক শিক্ষক) এবং কম্পিউটার সায়েন্স |
শূন্যপদের সংখ্যা: | ১১ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | TGT সব বিষয় – মাসিক ২৬২৫০ টাকা, সহকারী শিক্ষক (প্রাথমিক শিক্ষক) – মাসিক ২১২৫০ টাকা |
আবেদন পদ্ধতি: | নেই |
ইন্টারভিউয়ের তারিখ: ১২.০৪.২০২২
Western Railway Recruitment 2022: বেতন
TGT সব বিষয় – মাসিক ২৬২৫০ টাকা
সহকারী শিক্ষক (প্রাথমিক শিক্ষক) – মাসিক ২১২৫০ টাকা
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা ১২ এপ্রিল ২০২২ তারিখে সকাল ৯টায় প্রিন্সিপাল, রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয় (ইংরেজি মাধ্যম) বলসড়ে (ওয়েস্ট ইয়ার্ড রেলওয়ে কলোনি) ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন।