গত ৩ জুন থেকে খুলে গিয়ে রাজ্যে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। তবে ছাত্রছাত্রীদের জন্যে ১০ জুন খুলল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক-অশিক্ষক কর্মীরা স্কুল-কলেজে কাজ শুরু করলেও পড়ুয়াদের গরমের ছুটি শেষ হল রবিবার ৯ জুন। স্কুলে সোমবার থেকে গরমের ছুটি শেষে শুরু হল পড়াশোনা, সিলেবাস শেষ করার কাজ।
আরও পড়ুন: ভিড়ে ঠাসা-সতর্ক প্রশাসন, দিঘার সমুদ্র সৈকতে রবিবার জনপ্লাবন! কেন জানেন?
advertisement
এপ্রিলে তীব্র গরমে পড়ুয়াদের হাঁসফাঁস অবস্থার কথা ভেবেই ছুটি এগিয়ে ঘোষণা করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে গরম-লু পরিস্থিতিতে ছুটি বাড়ানো হয়। গত ২২ এপ্রিল থেকে বাড়িতেই ছিল পড়ুয়ারা। এরই মধ্যে ১৯ এপ্রিল শুরু হয় লোকসভা ভোট ২০২৪। তারপর স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে রাখার বন্দোবস্ত করা হয়েছিল।
আরও পড়ুন: পড়াশোনায় আর বাধা নয়, মেধাশ্রী প্রকল্পে টাকা পাবেন পড়ুয়ারা! কত টাকা-কীভাবে আবেদন? জানুন
ফলে সব মিলিয়ে প্রায় দেড় মাস গরমের ছুটি শেষে খুলল স্কুল। কিন্তু গরমের হাত থেকে এখনও রেহাই পায়নি বাংলা। ছাত্রছাত্রীরা এদিন ঘেমেনেয়েই স্কুলে পৌঁছয়। কারণ প্রত্যেকেরই পরীক্ষার সিলেবাস শেষ করার চাহিদা রয়েছে। জুনেও এমন তীব্র গরমে ফের কি স্কুল ছুটি ঘোষণা হতে পারে? শিক্ষা দফতর থেকে এখনও এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়