TRENDING:

আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থীরা, আন্দোলনকারীদের নিয়োগ হবে? নজরে বিকাশ ভবনের বৈঠক

Last Updated:

দুপুর ৩টে থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে এসএসসি চেয়ারম্যানের পাশাপাশি স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আন্দোলনকারীদের জন্য সুপার নিউমেরিক পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য। কিন্তু তারপর গোটা বিষয়টি নিয়ে আদালতের বিচারাধীন হয়ে যাওয়ায় আপাতত সুপ্রিম কোর্টের বিবেচনাধীন। নিয়োগে দুর্নীতি ও র‍্যাঙ্ক জাম্প করে নিয়োগ হওয়ার অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। র‍্যাঙ্ক জাম করে নিয়োগ হয়েছিল এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য সরকার সুপার নিউমেরিক পদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। সাড়ে পাঁচ হাজারেরও বেশি শূন্যপদ তৈরিও করা হয়েছিল।
আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থীরা, আন্দোলনকারীদের নিয়োগ হবে? নজরে বিকাশ ভবনের বৈঠক
আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থীরা, আন্দোলনকারীদের নিয়োগ হবে? নজরে বিকাশ ভবনের বৈঠক
advertisement

আরও পড়ুন– রাশিফল ১১ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

কিন্তু প্রায় দু’বছর হতে চলল সেই পদে নিয়োগ করতে পারিনি রাজ্য। গোটা বিষয়টি আইনি বিচারাধীন থাকায় নিয়োগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। গত শনিবারের চাকরিপ্রার্থীদের আন্দোলনের পর আবারও কি নিয়োগের আশার আলো তৈরি হয়েছে? স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, এদিনের বিকাশ ভবনের বৈঠকে রাজ্য সরকারের তরফে এখনো পর্যন্ত নবম থেকে দ্বাদশ পর্যন্ত আন্দোলনকারীদের জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে সেই বিষয়টি তুলে ধরা হবে চাকরিপ্রার্থীদের সামনে। যদিও চাকরিপ্রার্থীদের তরফে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের যে বিষয়টি বিচারাধীন রয়েছে সেই জটিলতা যাতে রাজ্য সরকার অবিলম্বে কাটায় এবং নিয়োগের বিষয়ে যাতে রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ করে, সেই দাবি জানানো হবে।

advertisement

আরও পড়ুন– জেলায় জেলায় শীতের স্পেল, কলকাতায় ১৫ ডিগ্রির ঘরে নামল পারদ, জেনে নিন আবহাওয়ার আপডেট

স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের মতে সুপ্রিম কোর্টে বর্তমানে কোন জায়গায় বিষয়টি রয়েছে সেই সম্পর্কে পর্যালোচনা করে এদিন চাকরিপ্রার্থীদের সামনে তা তুলে ধরা হবে। পাশাপাশি রাজ্য সরকার নবম থেকে দ্বাদশ স্তর পর্যন্ত স্কুলে শিক্ষক নিয়োগ করলেও বা নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও তাদের জন্য যে আলাদা করে কোন সুবিধা দেওয়া সম্ভব নয় তা কার্যত স্বীকার করে নিচ্ছেন আধিকারিকদের একাংশ। সেক্ষেত্রে একমাত্র সুপার নিউমেরিক পদ্ধতিতে যে শূন্য পদ তৈরি করা হয়েছিল তাতেই তাদের নিয়োগ সম্ভব। কিন্তু সেই আইনি জটিলতা রাজ্য সরকার কীভাবে কাটাবে তা নিয়েই সন্দিহান স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ। মনে করা হচ্ছে, এদিনের বৈঠকে নিয়োগ নিয়ে ইতিবাচক উত্তর চাকরিপ্রার্থীদের কাছে না গেলেও রাজ্য সরকার গোটা বিষয়টি তুলে ধরবে তাদের নিয়োগের বিষয় নিয়ে কতটা সচেষ্ট হয়েছিল। তাই আপাতত নজরে চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। যদিও এর আগেও চাকরিপ্রার্থীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/শিক্ষা/
আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে চাকরিপ্রার্থীরা, আন্দোলনকারীদের নিয়োগ হবে? নজরে বিকাশ ভবনের বৈঠক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল