বেলা সাড়ে ১২টায় ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরারেজাল্ট সবার আগে জানতে নজর রাখুন–>https://bengali.news18.com/news/career/board-results/
শুভ্রাংশর পরেই দ্বিতীয় স্থানে সুষমা খাঁ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৫৷ সুষমা বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী৷ ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষা দিতে চান সুষমা৷ সুষমার পাশাপাশি দ্বিতীয় স্থানে বাঁকুড়ার আবু সামা৷ আবু উত্তর দিনাজপুরের রামকৃষ্ণ প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাই স্কুলের(H.S) ছাত্র৷ তৃতীয় স্থানে আছে তিনজন৷ চতুর্থ স্থানেও আছে তিনজন৷
advertisement
দেখে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ তালিকা
৫৭ দিনের মাথায় ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হল। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২হাজার, যা গতবারে তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি৷ ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা ২০২১ সালে মাধ্যমিক দেইনি, তাই এবার তাদের কাছে বড়ো পরীক্ষা৷ মোট ৬০ টি বিষয়ের ওপর পরীক্ষা হয়েছে৷ এবারেও ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি৷ এবার পরীক্ষার মোট আবেদন করেছিলেন ৮৫২৪৪৪, মোট পরীক্ষা দিয়েছেন ৮২৪৮৯১,পাশ করেছেন ৭৩৭৮০৭ জন৷