TRENDING:

WB Higher Secondary Exam 2024|| পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য জানিয়ে দিল সংসদ

Last Updated:

West Bengal HS Exam 2024 Routine: আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪। পাশাপাশি, জানিয়ে দেওয়া হল পরীক্ষা শুরু হবে দুপুর ১২'টা থেকে এবং শেষ হবে বেলা ৩.১৫ মিনিটে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ উচ্চ মাধ্যমিকের এ বছরের ফলাফল প্রকাশিত হল। তার সঙ্গে সঙ্গেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিণক্ষণ।
advertisement

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে প্রথম শুভ্রাংশু সর্দার, প্রাপ্ত নম্বর ৪৯৬

আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪। পাশাপাশি, জানিয়ে দেওয়া হল পরীক্ষা শুরু হবে দুপুর ১২’টা থেকে এবং শেষ হবে বেলা ৩.১৫ মিনিটে। এ বছর পর্যন্ত সকাল ১০’টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হত বেলা ১ঃ১৫ মিনিটের। কিন্তু আগামী বছর থেকে সময় বদলে যাচ্ছে।

advertisement

আজ ২৪ মে, বুধবার প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল ৷ রেজাল্ট ঘোষণা হবে বেলা ১২টায় ৷ এরপর বেলা ১২টা ৩০ মিনিট থেকে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটে ৷ রেজাল্ট জানতে সবার আগে চোখ রাখুন নিউজ18 বাংলার ওয়েবসাইটে ৷ 

advertisement

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় দু’জন, সুষমা, আবু সামার নম্বর ৪৯৫

চলতি বছরের ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এ বছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। ৮ লক্ষ ৬০ হাজারেরও বেশি পড়ুয়া এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গত ১৫ মে ট্যুইটে ফল ঘোষণার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামী ৩১ মে ছাত্রাছাত্রীরা মার্কশিট হাতে পাবেন।

advertisement

সবার আগে সহজেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কীভাবে দেখবেন?

— প্রথমে গুগলে গিয়ে টাইপ করুন www.news18bangla.com

— উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার নির্দিষ্ট জায়গায় নিজের রোল নম্বর উল্লেখ করুন

— এর পর চেক রেজাল্টে ক্লিক করলেই এক মুহূর্তে জানতে পারবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

১৬ ফেব্রুয়ারি প্রথম ভাষার পরীক্ষা। ১৭ ফেব্রুয়ারি ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা। ১৯ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষার পরীক্ষা, ২০ ফেব্রুয়ারি অর্থনীতি বিষয়ের পরীক্ষা। ২১ ফেব্রুয়ারি – ফিজিক্স, নিউট্রেশন, এডুকেশন ও অ্যাকাউন্টান্সি বিষয়ের পরীক্ষা, ২২ ফেব্রুয়ারি – কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, মিউজিক, ভিজুয়্যাল আর্টস-এর পরীক্ষা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
East Bardhaman News: 'পায়ের তলায় সর্ষে...' শিক্ষিকার অভিনব অভিযান, ২৭ দিনে ঘুরে ফেললেন দেশ
আরও দেখুন

২৩ ফেব্রুয়ারি – কমার্শিয়াল ল, ফিলোজফি, সোশিওলজির পরীক্ষা, ২৪ ফেব্রুয়ারি – কেমিস্ট্রি, জার্নালিজম, সংস্কৃত, পার্শিয়ান, আরাবিক ,ফ্রেঞ্জ বিষয়ের পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রপোলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস বিষয়ের পরীক্ষা। ২৮ ফেব্রুয়ারি বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিকাল সায়েন্সের পরীক্ষা, ২৯ ফেব্রুয়ারি স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB Higher Secondary Exam 2024|| পরের বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে? লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য জানিয়ে দিল সংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল