হোম সেন্টারে পরীক্ষার জন্য স্কুলগুলোর বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে সংসদ। স্পেশ্যাল অবজারভার হিসাবে সরকারি আধিকারিক থাকবেন প্রতিটি পরীক্ষাকেন্দ্রে। স্পর্শকাতর কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। পরীক্ষা কেন্দ্রে যখন প্রশ্ন যাবে, সেই সময়ে পুলিশ মোতায়েন থাকবে।পুলিশ ছাড়া কোনও প্রশ্নপত্র বিলি হবে না। কোনও স্কুলে যদি পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকেন, সেক্ষেত্রে জুনিয়র হাই স্কুল, মাধ্যমিক স্কুল থেকে শিক্ষক নেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বড় খবর! উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনায় চালু হেল্পলাইন, যা জানতেই হবে...
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে এবার বিশেষত্ব হল, পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলে বসেই পরীক্ষা দেবে। আগে যেখানে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হতো সেই নিয়ম এই বছর কার্যকর থাকছে না। পরীক্ষার সময়ে পরীক্ষার্থীরা যাতে কোনও সমস্যায় না পড়েন তাই সংসদের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।০৩৩২৩৩৭০৭৯২ কাউন্সিলের হেল্পডেস্ক নম্বর।
আরও পড়ুন: ৪ জেলায় তাপপ্রবাহ! কোথাও কাঁপিয়ে বৃষ্টি! ৪৮ ঘণ্টা কোন জেলায় কেমন আবহাওয়া? জানুন...
প্রসঙ্গত, গত দু'বছর ধরে করোনা সংক্রমণের কারণে উচ্চ মাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। প্রথম বছর অসম্পূর্ণভাবে শেষ হয় এই পরীক্ষা এবং দ্বিতীয় বছর পুরোপুরি ভাবে বন্ধ ছিল। তবে এই বছর নতুন উদ্যমে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে (HS Exam 2022)।
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ এপ্রিল এবং পরীক্ষা শেষ হবে ২৭ এপ্রিল। বিভিন্ন কারণে একাধিকবার সূচি পরিবর্তনের পর যে সূচি সামনে এসেছে তা হল, ২ এপ্রিল প্রথম ভাষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষা এবং ৫ এপ্রিল ভোকেশনাল সাবজেক্টস। এরপর ৬ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত কোন পরীক্ষা থাকছে না। ১৬ এপ্রিল অঙ্ক, ১৮ এপ্রিল ইকনমিক্স, ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্স, ২০ এপ্রিল কমার্শিয়াল ল, ২২ এপ্রিল ফিজিক্স, ২৩ এপ্রিল স্ট্যাটিসটিক্স, ২৬ এপ্রিল কেমিস্ট্রি এবং ২৭ এপ্রিল বায়োলজিক্যাল সায়েন্স।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়