কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে সংখ্যালঘু যুবক-যুবতীদের অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সিদের এই কোর্স করার সুযোগ দেওয়া হবে। মোট চারটি বিভাগে কলকাতার এনআইএফটি-তে হবে সান্ধ্যকালীন ক্লাস। ক্লোথিং প্রোডাকশন টেকনোলজি (CPT), ফ্যাশন নিটওয়্যার প্রোডাকশন টেকনোলজি (FKPT), অ্যাপারেল ডিজাইনিং অ্যান্ড ফ্যাশন টেকনোলজি (ADFT) এবং ফ্যাশন লেদার এক্সেসরিজ ডিজাইন (FLAD)-এই চারটি কোর্স করার সুযোগ পাওয়া যাবে।
advertisement
কোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
কোর্সের নাম:
•ক্লোথিং প্রোডাকশন টেকনোলজি (CPT)
•ফ্যাশন নিটওয়্যার প্রোডাকশন টেকনোলজি (FKPT)
•অ্যাপারেল ডিজাইনিং এন্ড ফ্যাশন টেকনোলজি (ADFT)
•ফ্যাশন লেদার এক্সেসরিজ ডিজাইন (FLAD)
আরও পড়ুন: কবে প্রকাশিত হবে উচ্চমাধ্যমিকের ফলাফল? লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের জন্য বড় খবর দিল সংসদ...
কোন কোর্সে কি কি শেখানো হবে:
•CPT- গার্মেন্ট নির্মাণ, প্যাটার্ন তৈরি, গার্মেন্টস যন্ত্রপাতি ও সরঞ্জাম, পোশাক উৎপাদনের খরচ নির্ধারণ ইত্যাদি।
•FKPT- বুনন প্যাটার্ন তৈরি, নিটওয়্যার উৎপাদন এবং পরিকল্পনা, বুনন ফেব্রিক উন্নয়ন ইত্যাদি।
•ADFT- ফেব্রিক জ্ঞান, সারফেস অলংকার, পোশাক শিল্পের জন্য মৌলিক প্রযুক্তি, ওয়েব ডিজাইন ইত্যাদি।
•FLAD- চামড়া পৃষ্ঠ মসৃণ করার প্রযুক্তি, প্যাটার্ন তৈরি এবং পণ্য নির্মাণ কৌশল, চামড়ার পোশাক, চামড়াজাত পণ্য, খোলা জুতো ইত্যাদি।
কোথায় করানো হবে এই কোর্স? কোর্সের সময়সীমা?
•ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজি কলকাতায় এই কোর্স করানো হবে। কোর্সের সময়সীমা এক বছর। সান্ধ্যকালীন প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।
কোন কোর্স করলে ভবিষ্যতে কি সুবিধা পাওয়া যাবে?
•CPT- পেশাদার পোশাক উৎপাদক।
•FKPT- পেশাদার নিটওয়্যার ফ্যাশন ডিজাইনার এবং উৎপাদক।
•ADFT- পেশাদার পোশাক উৎপাদক, পোশাকের নকশা করা, নিজস্ব বুটিক শুরু।
•FLAD- পেশাদার চামড়াজাত পণ্যের উৎপাদক এবং উদ্যোক্তা।
আরও পড়ুন: পুলিশে ১৬,১৯৮ শূন্যপদে নিয়োগ! অনলাইনে কীভাবে আবেদন করবেন? জানুন...
কোর্স করার যোগ্যতা:
কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ
কোর্সের বয়সসীমা:
বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কোর্স ফি:
নির্বাচিত প্রার্থীদের কোনও কোর্স ফি দিতে হবে না। সমস্ত খরচ বহন করবে পশ্চিমবঙ্গ সরকার।
প্রার্থী বাছাই পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। পোশাক উৎপাদন শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের আবেদনের পদ্ধতি:
অনলাইন এবং অফলাইন, দুইভাবেই আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে হলে ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। অফলাইনে আবেদন করতে হলে জেলার সংখ্যালঘু অফিসে যোগাযোগ করতে হবে।
সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট - www.wbmdfc.org
চারটি কোর্সে অনলাইনে সরাসরি আবেদনের জন্য নীচের লিংকে ক্লিক করতে হবে আপনার পছন্দমত কোর্সের জন্য।
•CPT- https://wbmdfconline.in/minor_apps/Page/aply_pg?trde_nm=29
•FKPT- https://wbmdfconline.in/minor_apps/Page/aply_pg?trde_nm=30
•ADFT- https://wbmdfconline.in/minor_apps/Page/aply_pg?trde_nm=31
•FLAD- https://wbmdfconline.in/minor_apps/Page/aply_pg?trde_nm=32
কোর্স গুলিতে আবেদনের জন্য শেষ তারিখ - ১৫/০৫/২০২২
এ ক্ষেত্রে নির্বাচিত দূরবর্তী প্রার্থীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করা যেতে পারে বলে জানানো হয়েছে।
Nayan Ghosh