কলেজে ভর্তি সাধারণত রাজ্যে দুই ভাবে হয়। স্বশাসিত বা অটোনমাস কলেজগুলি নিজেদের ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেয়, সেখানে আবেদন করতে হয়। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে হবে।
advertisement
অটোনমাস কলেজগুলির মধ্যে কিছু কলেজে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকে সব কলেজেই শুরু হতে পারে। পাশাপাশি রাজ্য সরকারের সেন্ট্রাল পোর্টাল লাইভ হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। ওই সেন্ট্রাল পোর্টালের লিঙ্ক- wbcap.in
এছাড়াও রাজ্য সরকারের জয়েন্ট এবং নিট ইউজির ফল প্রকাশিত হতে পারে জুন মাসে। জুলাই মাসে ওই দুই পরীক্ষার্থীদের কাউন্সেলিং হবে। এছাড়াও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে যারা আইন নিয়ে পড়তে চান তাঁদের আবেদন এবং ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হবে জুন-জুলাই মাসে। লিঙ্ক- caluniv.ac.in