বুধবার কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে বড় খবর দিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিধানসভায় ওবিসি জট কাটতেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভর্তি শুরু হবে। দ্রুত কলেজ ও ইউনিভারসিটিতে ভর্তির বিজ্ঞপ্তি বের হবে বলে বুধবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
আরও পড়ুন: ক্লাস ওয়ান থেকে স্নাতক ১৫০০০ টাকা করে স্কলারশিপ! কারা পাবেন-কীভাবে আবেদন? বিশদে জানুন
যে কোনও সময় কলেজে ভর্তির বিজ্ঞপ্তি বের হতে পারে। বৃহস্পতিবার প্রকাশ হতে পারে বিজ্ঞপ্তি। এক সপ্তাহের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা ভর্তি প্রক্রিয়া। ব্রাত্য বসু বলেন, “আমাদের দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আজ বা কালকের মধ্যে হয়ে যাবে। এই সপ্তাহের মধ্যেই জানিয়ে দিতে পারব যে অনলাইনে ভর্তির পোর্টাল কবে খুলছে মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে।”
advertisement
আরও পড়ুন: অতি চালাকের গলায় দড়ি! তিনটি শব্দই ধরিয়ে দিল সোনমকে! পুলিশের ওই এক সন্দেহেই সোনমের সব পর্দাফাঁস
এসএসসি মামলা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ”অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকে। রাজনৈতিক ভাবে সরকারকে ভোটে হারানো যাচ্ছে না যদি অন্য কোনও ভাবে বিপদে ফেলা যায় এই মানসিকতা থাকে।” যোগ্যদের এসএসসি অভিযান নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় নিয়ে মামলা হয়েছে তাতে আমরা জিতেছি। একাংশ কী করছেন, সেটা আমি জানি না। পরীক্ষার জন্য আমরা প্রস্তুত, পরীক্ষা যথা সময়ে নেওয়া হবে।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়