TRENDING:

West Bengal Teacher Crisis: স্থিতাবস্থা বজায় থাক, স্কুল শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি রাজ্যের, শিগগিরই রিভিউ পিটিশন! জানালেন মুখ্যসচিব

Last Updated:

গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শ দিয়েছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: স্কুল শিক্ষকদের চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের ব্যাখ্যা চেয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই শীর্ষ আদালতে আবেদন করা হয়েছে৷ খুব শিগগরিই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিভিউ পিটিশনও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ৷ শিক্ষকদের চাকরি নিয়ে যাতে স্থিতাবস্থা বজায় থাকে, সুপ্রিম কোর্টে সেই আবেদনই রাজ্য সরকার জানিয়েছে বলে দাবি করেছেন মুখ্যসচিব৷ যতদিন না পর্যন্ত রাজ্য সরকারের এই আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দিচ্ছে, ততদিন চাকরিহারা শিক্ষকদের ধৈর্য ধরার অনুরোধ করেছেন মুখ্যসচিব৷
সুপ্রিম কোর্টে নতুন আবেদন রাজ্যের৷
সুপ্রিম কোর্টে নতুন আবেদন রাজ্যের৷
advertisement

এ দিন সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় ডিআই অফিসগুলিতে চাকরিহারা স্কুল শিক্ষকদের বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির তৈরি হয়৷ কসবায় ডিআই অফিসের গেট ভেঙে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা৷ পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি৷ পাল্টা শিক্ষকদের উপরে বেদম লাঠিচার্জ করে পুলিশ৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী শিক্ষক এবং পুলিশকর্মীও আহত হন৷ নিরীহ শিক্ষকদের পুলিশ মারধর করেছে বলে অভিযোগ ওঠে৷

advertisement

আরও পড়ুন: চাকরিহারা শিক্ষকদের পুলিশের লাথি, লাঠি! কসবায় ধুন্ধুমার কাণ্ডের পর রিপোর্ট তলব নবান্নের

গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে গিয়ে স্বেচ্ছায় পড়ানোর পরামর্শ দিয়েছিলেন৷ এ দিনও মুখ্যসচবি বুঝিয়েছেন, চাকরিহারা শিক্ষকরা যাতে আপাতত স্কুলে গিয়ে পড়াতে পারেন, সুপ্রিম কোর্টের কাছ থেকে রাজ্য সরকার সেই অনুমতিই চেয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ দিন নবান্নে রাজ্যের মুখ্যসচিব এই ঘটনাকে অবাঞ্চিত বলেই মন্তব্য করেছেন৷ একই সঙ্গে চাকরিহারা শিক্ষকদের কাছে আইন হাতে না তুলে নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন তিনি৷ মুখ্যসচিব বলেন, গোটা বিষয়টি রাজ্য সরকার মানবিক ভাবে দেখছে৷ গত ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় চাকরিহারা শিক্ষকদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই অনুযায়ী রাজ্য সরকার দ্রুত রিভিউ পিটিশনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব৷ তবে মুখ্যসচিব স্পষ্ট করে দিয়েছেন, এই সমস্যার সমাধান আইনি পথেই বের করতে হবে৷ রাজ্য সরকার সেই পথেই এগোচ্ছে৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal Teacher Crisis: স্থিতাবস্থা বজায় থাক, স্কুল শিক্ষকদের চাকরি নিয়ে সুপ্রিম কোর্টে আর্জি রাজ্যের, শিগগিরই রিভিউ পিটিশন! জানালেন মুখ্যসচিব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল