তাঁরা প্রায় ৬ হাজার টাকা করে ভাতা পাবেন এই প্রশিক্ষণ চলার সময়। পাশাপাশি যাতায়াত খরচ হিসাবে পাবেন আরও ১ হাজার টাকা। প্রশিক্ষণ শেষে সকলকে সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট দেখিয়ে ভবিষ্যতে তাঁরা এই ক্ষেত্রে চাকরির আবেদনও করতে পারবেন।
আরও পড়ুন: কলেজের মধ্যে পাহাড়-জঙ্গল, বিশ্বের বৃহত্তম এই কলেজের নাম কী জানেন
advertisement
প্রাথমিকভাবে কয়েকটি জায়গায়তেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। আইটিআই সিউড়ি এবং আইটিআই বহরমপুরকে (বক্রেশ্বর এবং সাগরদিঘি পাওয়ার প্ল্যানের কাছাকাছি) এই সব জায়গায় গুলো আপাতত প্রশিক্ষণের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রথম পর্যায়ে সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণ, ফিটার যান্ত্রিক সমাবেশ, সহকারী ইলেকট্রিশিয়ান – ঘরোয়া সমাধান, সহকারী সার্ভেয়ার, ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ, আসবাবপত্র এবং ফিটিং-সহ মোট ৮ টি বিষয়ে কোর্সে করানো হবে।
আরও পড়ুন: শুরু হয়েছে CAT 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন পদ্ধতি
যারা এই কোর্সটি করতে ইচ্ছুক সেই সব প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে। তার জন্য একটি অনলাইন পোর্টালও খোলা হয়েছে। প্রথম ব্যাচ শুরু হচ্ছে আইটিআই সিউড়িতে। এই পর্যায়ে ২১৬ জন প্রার্থীর মধ্যে ১৫৬ জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলি কোর্স এবং ৬০ জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে প্রার্থী নেওয়া হবে।
পরের ব্যাচটি অগাস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই বহরমপুরে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডব্লিউপিডিসিএলের তরফে জানিয়েছেন চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পিবি সেলিম।