CAT 2023: শুরু হয়েছে CAT 2023-এর রেজিস্ট্রেশন! জেনে নিন পদ্ধতি
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) লখনউ সাধারণ ভর্তি পরীক্ষা বা CAT 2023-এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে৷ যে প্রার্থীরা পরীক্ষা দিতে চান তাদের সরকারী ওয়েবসাইট iimcat.ac.in-এ নিবন্ধন পারেন৷
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM) লখনউ সাধারণ ভর্তি পরীক্ষা বা CAT 2023-এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে৷ যে প্রার্থীরা পরীক্ষা দিতে চান তাদের সরকারী ওয়েবসাইট iimcat.ac.in-এ নিবন্ধন পারেন৷ ২ অগাস্ট সকাল ১০টা থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ১৩ সেপ্টেম্বর।
পরীক্ষার জন্য প্রবেশপত্র ২৫ অক্টোবর নিবন্ধিত প্রার্থীদের ইস্যু করা হবে। পরীক্ষাটি ২৬ নভেম্বর তিনটি ভাগে অনুষ্ঠিত হবে। প্রায় ১৫৫ টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
advertisement
CAT 2023-এ বসার জন্য, একজন প্রার্থীর অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে, কমপক্ষে ৫০% নম্বর বা সমমানের CGPA (তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে ৪৫ শতাংশ (PwD) বিভাগ) একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পেতে হবে।
advertisement
আরও পড়ুন: CBSE-তে এবার আঞ্চলিক ভাষায় পঠনপাঠন! মাতৃভাষায় শিক্ষাদানের উদ্যোগকে সাধুবাদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
SC, ST এবং PwD প্রার্থীদের জন্য IIM CAT 2023-এর আবেদন ১২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্য প্রার্থীদের জন্য আবেদন ফি হিসাবে ২৪০০ টাকা দিতে হবে। ২০২৪ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে CAT-এর ফলাফল ঘোষণা করা হতে পারে এবং নম্বর ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত বৈধ থাকবে।
advertisement
CAT এর জন্য কোন সাধারণ কাউন্সেলিং নেই এবং প্রার্থীদের পরীক্ষায় যোগ্যতা অর্জনের পর ভর্তির জন্য প্রতিটি প্রতিষ্ঠানে আলাদাভাবে আবেদন করতে হবে। মনে রাখাতে হবে শুধুমাত্র পরীক্ষায় যোগ্যতা অর্জনের অর্থ এই নয় যে তারা ভর্তির জন্য যোগ্য, কারণ তাদের ইনস্টিটিউট স্তরে আরও পরীক্ষা দিতে হবে।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 03, 2023 9:04 PM IST