প্রায়ই দেখা যায় অন্য রাজ্যে পরীক্ষা দিতে যাওয়া প্রার্থীদের নানা অসুবিধায় পড়তে হয়। ট্রেনের ভিড় তার অন্যতম কারণ। এই সমস্যা সামাল দেওয়ার জন্যই রেলওয়ে এই পদক্ষেপ করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলা প্রার্থীদের জন্য এই বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এই পরীক্ষা স্পেশ্যাল ট্রেনটি আগামী ২৯ এপ্রিল পটনা থেকে হাওড়া এবং পরের দিন ৩০ এপ্রিল হাওড়া থেকে পটনা পর্যন্ত চলবে।
advertisement
আরও পড়ুন: শিক্ষিকার বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ, বদলির দাবিতে বিরাট বিক্ষোভ স্কুলে
২৯ এপ্রিল পটনা থেকে বিশেষ ট্রেন ছাড়বে—
পশ্চিমবঙ্গে WBJEE-তে বসবেন যেসব প্রার্থী, তাঁদের সুবিধার্থে রেলওয়ে বিশেষ ট্রেন চালাতে চলেছে। এই পরীক্ষা স্পেশ্যাল ট্রেন ২৯ এপ্রিল পটনা থেকে হাওড়া এবং ৩০ এপ্রিল হাওড়া থেকে পটনা পর্যন্ত চলবে। ট্রেন নম্বর ০৩২৫২ পটনা-হাওড়া পরীক্ষা স্পেশ্যাল আগামী ২৯ এপ্রিল দুপুর ২টোয় পটনা থেকে ছাড়বে এবং ২৯ এপ্রিল রাত ১১.৪৫-এ হাওড়া পৌঁছবে। মাঝ পথে এই ট্রেনটি বখতিয়ারপুর, মোকামা, লক্ষ্মীসরাই, কিউল, ঝাঝা, জসিডি, মধুপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে থামবে।
আরও পড়ুন: শুরু হল ট্রায়াল রান, এবার হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসে যাওয়া যাবে পুরী!
৩০ এপ্রিল হাওড়া থেকে ফিরবে বিশেষ ট্রেন—
ট্রেন নম্বর ০৩২৫১ হাওড়া-পটনা পরীক্ষা স্পেশ্যাল আগামী ৩০ এপ্রিল হাওড়া থেকে রাত ১১টায় ছেড়ে যাবে। পরের দিন ১ মে, সোমবার সকাল ১০টায় তা পটনা পৌঁছবে৷ ফেরার পথে এই ট্রেনটি থামবে ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি, ঝাঝা, কিউল, লক্ষ্মীসরাই, মোকামা, বখতিয়ারপুরে। রেল সূত্রে জানা গিয়েছে, পটনা-হাওড়া এই পরীক্ষা স্পেশ্যাল ট্রেনটিতে মোট ২৪টি কোচ থাকবে। এর মধ্যে দু’টি দ্বিতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, চারটি তৃতীয় শ্রেণির শীতাতপ নিয়ন্ত্রিত কামরা, ১৪টি স্লিপার ও দু’টি সাধারণ এবং দু’টি এসএলআর কামরা থাকবে।