TRENDING:

HS Exam: নির্বিঘ্নেই উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার! OMR শিট পূরণে ‘নাকাল’ পরীক্ষার্থীরা, আর কী কী অভিযোগ?

Last Updated:

HS Exam: সোমবার সেমেস্টার পদ্ধতিতে হল প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হল আজকের পরীক্ষা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার সেমেস্টার পদ্ধতিতে হল প্রথম দিনের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মোটামুটি নির্বিঘ্নেই সম্পন্ন হল প্রথম সেমিস্টারের পরীক্ষা। প্রথমবার ওএমআর শিট পদ্ধতিতে পরীক্ষা। সূত্রের খবর, ওএমআর শিট পূরণে ভুল ভ্রান্তি হয়েছে বলেই জানিয়েছেন বহু পরীক্ষার্থী। সমস্যা সমাধানে ওএমআর শিট পরিবর্তন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
নির্বিঘ্নেই উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার! OMR শিট পূরণে ‘নাকাল’ পরীক্ষার্থীরা, আর কী কী অভিযোগ?  Representative Image
নির্বিঘ্নেই উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার! OMR শিট পূরণে ‘নাকাল’ পরীক্ষার্থীরা, আর কী কী অভিযোগ? Representative Image
advertisement

সল্টলেকের ভগবতী দেবী বালিকা বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ও সচিবকে ঘিরে অভিযোগ অভিভাবকদের। বহু পরীক্ষার্থী পরীক্ষার দু’মাস আগে ভাষার বই পেয়েছে বলে অভিযোগ জানাল। কেন সময় মতো সেমিস্টারের বই দেওয়া হল না? শিক্ষা সংসদের ব্যাখ্যা তাদের পক্ষ থেকে বই ছাপান্ন যে প্রক্রিয়া সম্পন্ন করে দে‌ওয়া হয়েছে। বই বিতরণের কাজ পুস্তক সংসদের। সেখান থেকে ডি.আইদের কাছে বই যায়। ওখান থেকেই সমস্যা হয়েছে।

advertisement

আরও পড়ুন: চুল বেঁধে রাখলে বেশি লম্বা হয় নাকি খোলা রাখলে? এই ‘ফর্মুলা’ জেনে নিলেই ফিরে আসবে চুলের গ্রোথ, চুল পড়া কমানোর বড় ‘সিক্রেট’ জেনে নিন

চতুর্থ সেমিস্টারের বই সময় মতোই পাওয়া যাবে বলে আশ্বাস দিলেন অভিভাবকদের সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেন, ‘‘প্রথমবার সেমিস্টার ব্যবস্থার পরীক্ষা বলে বই পেতে সমস্যা হয়েছে। আমরা এই সমস্যার সমাধান করতে পেরেছি। আর সমস্যা হবে না পড়ুয়াদের। ইতিমধ্যে মার্কেটে চতুর্থ সেমিস্টারের বই পাওয়া যাচ্ছে।’’

advertisement

অভিভাবকদের অভিযোগ নতুন পদ্ধতিতে আর‌ও বেশি পরিকল্পনা সঠিক ভাবে করা উচিত ছিল। আমার মেয়ে স্কুল থেকে বই পেয়েছে পরীক্ষা দুমাস আগে। অনলাইন থেকে যে বইয়ের প্রতিলিপি ডাউনলোড করা যায় সেটা স্কুল বা সংসদের তরফ থেকে আগে কেন জানানো হয়নি, দাবি অভিভাবকদের।

আরও পড়ুন: ট্রেনের ওয়েটিং টিকিট হয়ে যাবে দ্রুত ‘কনফার্ম’? টিকিট কাটার সময় করতে হবে…৯৯% লোকজনই জানেন না এই ট্রিক

advertisement

বিভিন্ন জেলা থেকে জেলা পরিদর্শকরা অভিযোগ জানিয়েছে সংসদের কাছে যে প্রশ্নপত্র সমস্ত জেলায় পৌঁছতে এবার কিছুটা দেরি হয়েছে। সংসদ সভাপতি বলেন, “এ বছর প্রশ্নের ভলিউম অনেকটা বেশি। তাই একটু সময় লেগেছিল। কিন্তু পরীক্ষার আগেই সময় মতন সব জায়গায় প্রশ্ন পৌঁছে গিয়েছে।”

বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam: নির্বিঘ্নেই উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার! OMR শিট পূরণে ‘নাকাল’ পরীক্ষার্থীরা, আর কী কী অভিযোগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল