TRENDING:

WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকে চমকে দিল উত্তরবঙ্গ, মেধা তালিকায় শীর্ষে আলিপুরদুয়ার, প্রথম দশে উত্তরের কত জন?

Last Updated:

WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন রাজ্যের ৫৮ জন। বাংলার মোট ১৫টি জেলা থেকে প্রথম ১০-এর মেধা তালিকায় জায়গা পেয়েছেন পরীক্ষার্থীরা। তবে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ফলে চমকে দিয়েছেন উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন রাজ্যের ৫৮ জন। বাংলার মোট ১৫টি জেলা থেকে প্রথম ১০-এর মেধা তালিকায় জায়গা পেয়েছেন পরীক্ষার্থীরা। তবে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ফলে চমকে দিয়েছেন উত্তরবঙ্গের ছাত্রছাত্রীরা। মেধা তালিকায় ৫৮ জনের মধ্যে ৯ জন রয়েছেন উত্তরবঙ্গ থেকে।
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত
advertisement

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আলিপুরদুয়ারের অভীক দাস। ৫০০-র মধ্যে ৪৯৬ উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন ম্যাক উইলিয়াম হাইস্কুলের অভীক। এর পরে একক ভাবে তৃতীয় স্থানে রয়েছেন মালদহ রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র অভিষেক গুপ্ত, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৪।

advertisement

আরও পড়ুন: ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল, ৯০ শতাংশ পাশ! রেজাল্ট দেখুন সরাসরি এক ক্লিকে

যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছেন কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী প্রতীচী রায় তালুকদার, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৩। অর্থাৎ উচ্চ মাধ্যমকের প্রথম চারে পাঁচ জনের মধ্যে তিন জনই উত্তরবঙ্গের। পঞ্চম স্থানে ৪৯২ পেয়ে সাত জনের মধ্যে রয়েছেন সুপ্তত্থিতা সরকার, তিনি মালদহের বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যামন্দিরের ছাত্রী। ষষ্ঠ স্থানে চার জনের মধ্যে রয়েছেন উত্তরবঙ্গের কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির মনুশ্রী চন্দ, তাঁর প্রাপ্ত নম্বর ৪৯১। সপ্তম স্থানে ৪৯০ পেয়ে জায়গা পেয়েছেন উত্তর দিনাজপুরের অঙ্কিতা সরকার। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে আলিপুরদুয়ারের অন্বেষা দত্ত এবং উত্তর দিনাজপুরের প্রীতাম্বর বর্মণ, প্রাপ্ত নম্বর ৪৮৮। ৪৮৭ পেয়ে দশম স্থানে উত্তরবঙ্গের প্রতিনিধি কোচবিহারের অঙ্কিতা ঘোষ। অর্থাৎ শুধুমাত্র দ্বিতীয় এবং দশম স্থান ছাড়া মেধা তালিকায় সব পজিশনেই জায়গা পেয়েছেন উত্তরবঙ্গের প্রতিনিধিরা।

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকে চমকে দিল উত্তরবঙ্গ, মেধা তালিকায় শীর্ষে আলিপুরদুয়ার, প্রথম দশে উত্তরের কত জন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল