আরও পড়ুনঃ কবে শুরু চলতি বছরের মাধ্যমিক? বাকি নেই আর এক মাসও, জানুন বিস্তারিত
পর্ষদের পক্ষ দেওয়া নির্দেশিকায় আরও জানানো হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে কোনও অভিযোগ থাকলে আগামী ২৯ জানুয়ারির মধ্য পর্ষদকে জানাতে হবে। তারপর কোনও অভিযোগ নেওয়া হবে না। পর্ষদের নির্দেশ অ্যাডমিট কার্ড পাওয়ার পর, শিক্ষার্থীদের তাঁদের পুরো নাম, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার কেন্দ্রের নাম, জন্ম তারিখ, পরীক্ষার তারিখ এবং সময়, পরীক্ষার স্থানের ঠিকানা, ছবি এবং স্বাক্ষর ভাল করে দেখে নেওয়ার।
advertisement
চলতি বছর পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি৷ ওই দিন প্রথম ভাষার পরীক্ষা৷ পরের দিন অর্থাৎ, ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ ফেব্রুয়ারি- ইতিহাস, ৬ ফেব্রুয়ারি – ভূগোল, ৮ ফেব্রুয়ারি – অঙ্ক, ৯ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান, ১০ ফেব্রুয়ারি- ভৌত বিজ্ঞান, ১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।