কিন্তু কেন এত কমে গেল আবেদনকারীর সংখ্যা? নিয়োগ নেই, তার জন্যই কি কমছে প্রাথমিকের টেটে আবেদনকারীর সংখ্যা? ১০ ডিসেম্বর রয়েছে প্রাথমিকের টেট। তার আবেদন-এর সংখ্যা গতবারের তুলনায় ৫০ শতাংশের কাছাকাছিও পৌঁছল না। গত বছর প্রাথমিকের টেটের আবেদনকারী সংখ্যা ছিল প্রায় ৬ লক্ষ ৯০ হাজার। এবার তা একলাফে কমে দাঁড়াল প্রায় ৩ লক্ষ ১০ হাজার।
advertisement
আরও পড়ুন: বাজারে হয়তো তাকিয়েও দেখেন না লাউ শাক, উপকার জানলে এখনই কিনতে ছুটবেন!
যা নিয়ে রীতিমত শোরগোল পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে। যদিও পর্ষদের দাবি, এবার যেহেতু বিএড-এর উত্তীর্ণ প্রার্থীরা প্রাথমিকের টেট দিতে পারবে না তার জন্যই কমছে প্রাথমিকের টেট দেওয়ার পরীক্ষার্থীর সংখ্যা। তবে যেহেতু টেট উত্তীর্ণদের এখনও পর্যন্ত নিয়োগের প্রক্রিয়া বারবার থমকেছে তার জন্যই কমছে প্রাথমিকের টেট দেওয়ার পরীক্ষার্থীর সংখ্যা।
আরও পড়ুন: যতই বন্ধুত্ব-রসায়ন হোক, জন্মদিনে মন্নতে কাজলকে আসতে না করেছেন শাহরুখ! অবাক করা সেই কারণ
এমনটাই মনে করছে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশ। এর আগে ২০২২ সালের ১১ ডিসেম্বর দীর্ঘ ৫ বছর পর প্রাথমিকের টেট হয়েছিল। সেখানে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ। পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী। তখনই পর্ষদ সভাপতি জানিয়েছিলেন, প্রতি বছর নিয়ম করে টেট হবে। এ বছরেও ডিসেম্বরে টেটের আয়োজন করছে পর্ষদ।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়