আরও পড়ুন: চাঁদিফাটা রোদ নাকি স্বস্তির বৃষ্টি! সপ্তাহান্তে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? রইল পূর্বাভাস...
কি বদল আনা হচ্ছে?
কমিশন সূত্রে খবর, এ বার সব পরীক্ষা OMR শিটে নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের হবে। OMR শিটে নেওয়া হবে এই পরীক্ষা। এই পরীক্ষাতে উত্তীর্ণ হলেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। সাবজেক্টের পরীক্ষাও হবে OMR শিটে। সেই পরীক্ষা হবে ১০০ নম্বরের। পাশাপাশি ২০২০ সালের যে আইন মেনে স্কুল সার্ভিস কমিশন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করেছিল, সেই আইনের বদল করে ইন্টারভিউ ফিরিয়ে আনা হচ্ছে। ইন্টারভিউ হবে ১০ নম্বরের। পাশাপাশি দেখা হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক স্তরের প্রাপ্ত নম্বর। তারই সঙ্গে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিপ্রার্থীদের কীভাবে ক্লাস নিতে হবে, ছাত্র-ছাত্রীদের তা ক্লাসরুমে দেখাতে হবে। তার জন্য বিশেষ নম্বর বরাদ্দ থাকবে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
আরও পড়ুন: কী কাণ্ড! ছিল প্যাসেঞ্জার ট্রেন, হল এক্সপ্রেস! কোন কোন ট্রেন আচমকা বদলে গেল? জানুন...
যদিও এই বিষয় নিয়ে কমিশনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের খবর, ১০-১২ দিনের মধ্যেই গোটা নিয়োগ সংক্রান্ত আইন চূড়ান্ত করে কমিশন পাঠাবে স্কুল শিক্ষা দফতরের চূড়ান্ত অনুমোদনের জন্য। অনুমোদন হলেই বিজ্ঞপ্তি আকারে তা জানাবে কমিশন। ইতিমধ্যেই কত সংখ্যক পদে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ হবে তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে স্কুল শিক্ষা দফতর। সূত্রের খবর, প্রায় ২০ হাজারেরও বেশি পদ তৈরি হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়