পর্ষদের বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে কোন বিষয়ের জন্য কী কী সিলেবাসে থাকবে। পাশাপাশি প্রশ্ন কেমন হবে, সেটিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। সিলেবাস জানানোর পাশাপাশি কেমন ধরনের প্রশ্নপত্র থাকবে, সেটিও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ। প্রত্যেকটি বিষয় ধরে ধরে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে পর্ষদের তরফে। ইতিমধ্যেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতিও নিতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা সংসদ। পর্ষদ জানিয়েছে, প্রাথমিকের টেটকে কেন্দ্র করে এ বার নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করতে চলেছে।
advertisement
আরও পড়ুন: বড় সুখবর! উচ্চপ্রাথমিকে ১৪০০০ শূন্যপদে নিয়োগে গ্রিন সিগন্যাল দিল হাইকোর্ট, শুরু হবে কাউন্সেলিং
অন্য দিকে, গতবারের তুলনায় প্রাথমিকের টেটে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। খবর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৫০ শতাংশেরও বেশি। গতবার সংখ্যা ছিল প্রায় সাত লক্ষ, সেখানে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় তিন লক্ষ দশ হাজার। প্রাথমিক শিক্ষা পর্ষদ যদিও জানিয়েছে, যেহেতু বিএড পরীক্ষার্থীরা প্রাথমিকের জন্য আবেদন করতে পারেননি, তার জন্যই প্রাথমিকের টেটে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। যদিও স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, যেহেতু প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ২০২১ সালে শুরু হলেও তা কার্যত থমকে গিয়েছে, তার জন্যই এর টেট থেকে মুখ ফেরাচ্ছেন পরীক্ষার্থীরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়