Check : পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023
Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
advertisement
মাধ্যমিকে এবছর প্রথম হয়েছেন এক ছাত্রী। তাঁর নাম দেবদত্তা মাজি। কাটোয়া দুর্গাদাস পূর্ব বর্ধমানের বাসিন্দা। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৭। শতাংশের বিচারে তিনি পেয়েছেন ৯৯.৫৭। এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ ।
আরও পড়ুন, পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হার সর্বোচ্চ, এখানেই এক ক্লিকে জানা যাবে মাধ্যমিকের রেজাল্ট
ঘোষণা করা হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, এ বছর মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি। ২২ শতাংশ বেশি মহিলা পরীক্ষার্থীর সংখ্যা। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৩ হাজার ৩২১ জন। খাতা দেখেছেন ৪৪ হাজার শিক্ষক। আজ থেকে যে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হচ্ছে qr code থাকছে, অথেনটিকেশন এর জন্য আমরা করেছি। এসসি দের পাশের হার ৮২.৮৮ শতাংশ পাশের হার। বৈষম্যের জায়গা কমছে এইটুকু বলতে পারি। পূর্ব মেদিনীপুর জেলায় ৯৬.৮১ পাশের হার বেশি। মোট পাশের হার ৮৬.১৫ শতাংশ। ১১৮ জন মেধাতালিকায় রয়েছেন।
এরপর দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন৷ রেজাল্ট জানতে সবার আগে ক্লিক করুন–> https://bengali.news18.com/ । পরীক্ষার্থীরা নিজেদের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্মতারিখ (DD/MM/YY) দিয়ে জেনে নিতে পারবেন নিজেদের রেজাল্ট। অর্থাৎ ধরা যাক, কোনও পরীক্ষার্থীর জন্মতারিখ যদি ১০ ফেব্রুয়ারি ২০০৭ হয়, তাহলে নিজের রোল নম্বর দেওয়ার পাশাপাশি ডেট অফ বার্থে তাকে লিখতে হবে 10/02/07 । News18Bangla.com– এ রেজাল্ট জানার পদ্ধতি অত্যন্ত সহজ।