আরও পড়ুনঃ জম্মু ও কাশ্মীরকে শিরোনামে আনল ১৬ বছরের কিশোরী! কারণ জানলে গর্বিত হবেন
২০২৬ সালে প্রথমবার, দ্বাদশ শ্রেণির দু’টো সেমিস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে। দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার নভেম্বরে হবে এবং দ্বিতীয় সেমিস্টার মার্চে হবে। দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার এমসিকিউয়ের মাধ্যমে মূল্যায়ন হবে। দ্বিতীয় সেমিস্টার হবে ছোট, বড় সব প্রশ্ন মিলিয়ে। প্র্যাকটিকাল পরীক্ষা একটাই হবে। তা সেমিস্টারে ভাগ করা হবে না।
advertisement
বর্তমানে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গত কয়েক বছর ধরেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিয়ে আসা হচ্ছে। তবে স্কুল স্তরে এই প্রথম রাজ্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে। শুধু তাই নয়, উচ্চমাধ্যমিকে চালু হতে চলেছে ওএমআর শিটও। দ্বাদশ শ্রেণির প্রথম সেমিস্টার নভেম্বরে হবে। এমসিকিউয়ের মাধ্যমে মূল্যায়ন হবে যেখানে ওএমআর শিট চালু করার কথা ভাবছে সংসদ। এই প্রস্তাব নিয়েও জোর চর্চা চলছে শিক্ষামহলে।
তবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, ‘আমরা পরিকল্পনা করছি ওএমআর শিট চালু করার। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুটি কারণে এই পরিকল্পনা করা হচ্ছে এক রেজাল্টের সুবিদার্থে এবং দ্বিতীয় সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলি হয় সেগুলির সবই প্রায় ওএমআর শিটে দিতে হয়। তাই, সেমিস্টারের সঙ্গে যদি ওএমআর শিটও চালু করা হয় তাহলে ছাত্র-ছাত্রীদের অনেক সুবিধা হবে।’