TRENDING:

WB Excise Constable Admit Card 2019: পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ কনস্টেবলের পরীক্ষার তারিখ ঘোষণা! কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

Last Updated:

ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ২ জানুয়ারি, ২০২২ তারিখ সকাল ১২টা থেকে দুপুর ১টা বেজে ৩০ মিনিট পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের (Govt. of West Bengal) অধীনস্থ ফিনান্স বিভাগের (Finance Department) সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিসের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এক্সাইজ কনস্টেবল, পুরুষ এবং মহিলা (Excise Constable) পদে নিয়োগের জন্য ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement

WB Excise Constable Admit Card 2019: গুরুত্বপূর্ণ তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ফাইনাল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ২ জানুয়ারি, ২০২২ তারিখ সকাল ১২টা থেকে দুপুর ১টা বেজে ৩০ মিনিট পর্যন্ত। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এক নজরে পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

advertisement

সংস্থা: পশ্চিমবঙ্গ সরকারের (Govt. of West Bengal) অধীনস্থ ফিনান্স বিভাগ (Finance Department)

পদের নাম: এক্সাইজ কনস্টেবল (পুরুষ ও মহিলা)

শূন্যপদের সংখ্যা: কিছু জানানো হয়নি

কাজের স্থান: পশ্চিমবঙ্গ

কাজের ধরন: সরকারি

নির্বাচন পদ্ধতি: লিখিত পরীক্ষা

আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি

শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি

বেতনক্রম: কিছু জানানো হয়নি

আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি

WB Excise Constable Admit Card 2019: কী ভাবে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ড?

স্টেপ-১ প্রার্থীদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে wbpolice.gov.in যেতে হবে।

স্টেপ-২ হোমপেজে প্রাপ্ত রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করতে হবে।

স্টেপ-৩ প্রার্থীদের সামনে নতুন একটি পেজ খুলবে, এখানে তাদের WB Excise Constable Admit Card 2019 লেখা লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

advertisement

স্টেপ-৪ লগ-ইন ডিটেলে ক্লিক করে সাবমিট করতে হবে।

স্টেপ-৫ প্রার্থীরা সামনে নিজেদের অ্যাডমিট দেখতে পারবেন।

স্টেপ-৬ এর পর প্রার্থীদের ভালো করে অ্যাডমিট কার্ডটি দেখে নিতে হবে। নামের বানান, রোল নম্বর, পরীক্ষার স্থান ইত্যাদি বিষয়ে যাতে কোনও ভুল না থাকে তা খুঁটিয়ে দেখে নিতে হবে।

স্টেপ-৭ প্রার্থীদের ভবিষ্যতের সুবিধার্থে অ্যাডমিট কার্ডের এক কপি প্রিন্ট করিয়ে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে হবে।

advertisement

পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে প্রার্থীদের এই ওয়েবসাইটে যেতে হবে- wbpolice.gov.in

প্রার্থীদের পরীক্ষার দিন নির্দিষ্ট স্থানে ই-অ্যাডমিট কার্ড ও স্ব-চিহ্নিত কোনও কার্ড নিয়ে যেতে হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB Excise Constable Admit Card 2019: পশ্চিমবঙ্গ সরকারের এক্সাইজ কনস্টেবলের পরীক্ষার তারিখ ঘোষণা! কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল