UPPSC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ৯ জুলাই, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ৬ জুলাই। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক ২০২৩-এর পরীক্ষা শুরু কবে? জানুন বিস্তারিত দিনক্ষণ
UPPSC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ১৪টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
ইন্সপেক্টর- ৯টি পদ
নিউমিসমেটিক অফিসার- ১টি পদ
জয়েন্ট ডিরেক্টর- ১টি পদ
প্রফেসর কাম প্রিন্সিপাল (জেনারেল সিলেকশন), কানপুর কলেজ অফ নার্সিং- ১টি পদ
মেডিকেল অফিসার (অ্যালোপ্যাথ)- ২টি পদ
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের রেজাল্টে রেকর্ড মেধাতালিকা, পড়ুয়াদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
UPPSC Recruitment 2022: আবেদন পদ্ধতি
প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে uppsc.up.nic.in যেতে হবে
হোমপেজে “CLICK HERE TO APPLY FOR VARIOUS POST UNDER ADVT.NO. 01/2022-2023, DIRECT RECRUITMENT” লেখা লিঙ্কে ক্লিক করতে হবে
सीधी भर्ती 01/2022-2023 , 09/06/2022 থেকে “Apply” অপশনে ক্লিক করতে হবে
রেজিস্ট্রেশন সম্পন্ন করে আবেদনপত্রটি পূরণ করে জমা দিতে হবে
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (Uttar Pradesh Public Service Commission) |
পদের নাম: | নিউমিসমেটিক অফিসার, ইন্সপেক্টর, প্রফেসর কাম প্রিন্সিপাল, মেডিকেল অফিসার এবং জয়েন্ট ডিরেক্টর |
শূন্যপদের সংখ্যা: | ১৪ |
কাজের স্থান: | উত্তরপ্রদেশ |
কাজের ধরন: | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি: | বিশদ দেখুন |
আবেদন শুরু তারিখ | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ০৯.০৭.২০২২
UPPSC Recruitment 2022: আবেদন ফি
অসংরক্ষিত/ওবিসি বিভাগের প্রার্থীদের জন্য ১০৫ টাকা এবং SC/ST এবং প্রাক্তন-সার্ভিসম্যানদের জন্য ৬৫ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
UPPSC Recruitment 2022: বেতন
নিউমিসমেটিক অফিসার- ১৫৬০০-৩৯১০০ টাকা
ইন্সপেক্টর- ৪৪৯০০-১৪২৪০০ টাকা
প্রফেসর কাম প্রিন্সিপাল- ১৩১১০০-২১৬৬০০ টাকা
মেডিকেল অফিসার- ১৫৬০০-৩৯১০০ টাকা
জয়েন্ট ডিরেক্টর- ১৫৬০০-৩৯১০০ টাকা