দুটি শিফটে্ নেওয়া হয়েছিল এই পরীক্ষা৷ প্রথম ভাগে পরীক্ষার সময় ছিল ৯.৩০ থেকে ১১.৩০ পর্যন্ত৷ দ্বিতীয় ভাগে পরীক্ষার সময় ছিল ২.৩০ থেকে চলবে ৪.৩০ পর্যন্ত৷ UPSC মেন পরীক্ষা ১৫ সেপ্টেম্বর, ২০২৩-এ অনুষ্ঠিত হওয়ার কথা। লিখিত পরীক্ষা হবে মোট ৯টি পেপার।
advertisement
UPSC প্রিলিমস ২০২৩ পরীক্ষার ফলাফল ডাউনলোড করার পদ্ধতি-
স্টেপ ১- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ যেতে হবে।
স্টেপ ২- ‘রেজাল্ট: সিভিল সার্ভিসেস (প্রিলিমিনারি) পরীক্ষা, 2023’ লিঙ্কে ক্লিক করুন।
স্টেপ ৩- স্ক্রিনে একটি নতুন ওয়েবপেজ খুলবে যাতে নিজের তথ্য দিতে হবে।
স্টেপ ৪- তারপর পরীক্ষার্থীর UPSC Prelims 2023 এর ফলাফল স্ক্রিনে দেখা যাবে।
advertisement
স্টেপ ৫- ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্টআউট নিয়ে রাখতে পারেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 2:38 PM IST