TRENDING:

UPSC Exam: কবে হবে UPSC-পরীক্ষা? প্রকাশ্যে এল ক্যালেন্ডার, ভবিষ্যতের IAS, IPS অফিসাররা এখনই দেখুন

Last Updated:

UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল৷ পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
UPSC অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হল৷ পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে৷ প্রতি বছর সারা দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রশাসনিক কর্মকর্তা হওয়ার জন্য UPSC পরীক্ষার বসেন৷ কঠোর অনুশীলনের মাধ্যমে বিশ্বের অন্যতম কঠিন এই পরীক্ষার প্রস্তুতি নেন ভবিষ্যতের IAS, IPS অফিসাররা৷ প্রিলিমিনারি, মেইনস্-সহ সমস্ত পরীক্ষার দিন ঘোষণা করা হল৷
কবে হবে UPSC-পরীক্ষা? প্রকাশ্যে এল ক্যালেন্ডার, ভবিষ্যতের IAS, IPS অফিসাররা এখনই দেখুন
কবে হবে UPSC-পরীক্ষা? প্রকাশ্যে এল ক্যালেন্ডার, ভবিষ্যতের IAS, IPS অফিসাররা এখনই দেখুন
advertisement

সময়সূচি অনুসারে, UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষা (CSE) ২০২৪ ২৬ মে৷ ১৪ ফেব্রুয়ারি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে৷ আবেদন করার শেষ সময়সীমা ৫ মার্চ৷ বিগত বছরগুলির মতোই এই বছরও পরীক্ষাটি তিনটি ধাপে হবে৷ প্রিলি, মেইনস্ এবং ইন্টারভিউ৷ ২০২৪-এর প্রিলি পরীক্ষা হবে ২৬ মে তারিখে৷ প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার পরই প্রার্থীরা মেইনসে বসতে পারবেন৷ ক্যালেন্ডার অনুযায়ী মেইনস পরীক্ষাটি ৫ মার্চ তারিখে হবে৷ আগ্রহী প্রার্থীরা ইউপিএসসি-এর অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ গিয়ে সম্পূর্ণ ডাইনলোড করতে পারবেন৷

advertisement

আগ্রহী প্রার্থীরা UPSC-এর অফিসিয়াল ওয়েবসাইট, upsc.gov.in-এ পরের বছর পরীক্ষায় বসতে সম্পূর্ণ সময়সূচী ডাউনলোড করতে পারেন।২০২৪-এর UPSC বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডারে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেস পরীক্ষা, NDA, CDS, ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষা, CISF AC(EXE) LDCE-2023 পরীক্ষার সময়সূচীও রয়েছে।

আরও পড়ুন: দিনক্ষণ জানা গেল UGC NET পরীক্ষার, হবু অধ্যাপকরা এখনই আবেদন করুন

advertisement

প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগের জন্য NDA/NA/ CDS পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের ২০ তারিখে এবং জানুয়ারীর ৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ NDA/NA/ CDS (I) পরীক্ষা ২১ এপ্রিলে নেওয়া হবে৷ NDA/NA/ CDS (II) পরীক্ষা হবে ১ সেপ্টেম্বর তারিখে৷

আরও পড়ুন: লক্ষাধিক টাকা বেতনের চাকরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে! দিতে হবে শুধু ইন্টারভিউ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁধে সংসার, তার সঙ্গেই কয়েক কুইন্ট্যাল ভার উত্তোলন করে ভারোত্তলক হওয়ার স্বপ্ন
আরও দেখুন

ইতিমধ্যেই ইউপিএসসির পক্ষ থেকে এই বছরের অর্থাৎ ২০২৩-এর প্রিলিমস্ পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে৷ ২৮ মে প্রিলিমিনারি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে রাখতে হবে এই অ্যাডমিটকার্ড৷ কমিশনের পরামর্শ প্রার্থীদের সিভিল সার্ভিসেস পরীক্ষা 2023-এর চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ই-প্রবেশপত্রটি সুরক্ষিত রাখা উচিত।

বাংলা খবর/ খবর/শিক্ষা/
UPSC Exam: কবে হবে UPSC-পরীক্ষা? প্রকাশ্যে এল ক্যালেন্ডার, ভবিষ্যতের IAS, IPS অফিসাররা এখনই দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল